বিনোদন দুনিয়ার এক বিখ্যাত নাম শাহরুখ খান (shahrukh khan)। শুধুমাত্র বলিউডই নয়, গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে শাহরুখ খান ম্যাজিক। তাঁর অভিনয়ের ভক্ত কোটি কোটি মানুষ। আবার নিজেদের অনুপ্রেরণা হিসাবেও শাহরুখ খানকে মনে করেন বহু মানুষ। সিনেমায় শাহরুখ খানের নাম থাকা মানেই সেই ছবি সুপারহিট, এমনটাই ক্রেজ রয়েছে বলিউড বাদশার।
সম্প্রতি সময়ে জানা গিয়েছে, আবারও সুপারস্টার শাহরুখ খানের নামে দেওয়া হবে স্কলারশিপ (scholarship)। মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসব এবং লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের অংশীদারিত্বে এই বৃত্তি দেওয়ার বিষয়টা ঘোষণা করা হয়েছে। ২০১৯ সালে চালু হওয়া এই স্কলারশিপ মাঝে বন্ধ থাকলেও, আবারও তা শুরু করা হয়েছে। ২০২২ সালের ১৮ ই আগস্ট থেকে ২৩ শে সেপ্টেম্বরের মধ্যে অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই জন্য লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীদের আবেদন করতে হবে।
এই বিষয়ে বিবৃতি দিয়ে মিতু ভৌমিক ল্যাঙ্গে জানিয়েছেন, ‘আমরা সকলেই জানি শাহরুখ খান (shahrukh khan) বড় মনের একজন মানুষ। আর সেটা আবারও তিনি প্রমাণ করলেন। ভারত প্রতিভায় পরিপূর্ণ এবং সেই স্ফুলিঙ্গকে শুধু জ্বালানো দরকার। আর এই স্কলারশিপ ভারতের একজন মহিলা গবেষকের জন্য একটি জীবন পরিবর্তনকারী সুযোগ’।
পাশাপাশি জানিয়ে রাখি, খুব শীঘ্রই বড় পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান (shahrukh khan)। ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে খুব শীঘ্রই এই তারকাকে দেখা যাবে সিলভার স্ক্রিনে। সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। বহু বছর পর পর্দায় আবারও দেখা যাবে শাহরুখ-দীপিকা জুটির কেমিস্ট্রি।