Skip to content

‘এত চড় খাওয়ার পরও গালগুলো কিভাবে সুন্দর থাকে?’ অভিনয়ের পাশাপাশি মিশকার সৌন্দর্য্যে মোহিত নেটিজনরা

    img 20230129 195606

    ধারাবাহিকের ক্ষেত্রে প্রধান আকর্ষণ থাকে গল্পের চরিত্রগুলো। চরিত্রদের অভিনয় যদি দর্শকদের মনে না ধরে, তাহলে সেই ধারাবাহিক খুব বেশিদিন দর্শকদের মনে জায়গা পায় না। আর এক্ষেত্রে ধারাবাহিকের নায়ক, নায়িকা এবং সেইসঙ্গে খলনায়িক, খলনায়িকাদের উপর থাকে বেশি দায়িত্ব। তাঁদের অভিনয়ই দর্শকদের টিভির সামনে বসে থাকতে বাধ্য করে।

    তবে বেশিরভাগ ক্ষেত্রে ধারাবাহিকের নায়ক নায়িকারা প্রশংসিত হলেও, অনেকক্ষেত্রে বেশি প্রশংসিত হয়ে থাকে ধারাবাহিকের খলনায়িক, খলনায়িকারা। এক্ষেত্রেও এরমকই কয়েকজন খলনায়িকাকের বর্তমানে দেখা যাচ্ছে, যারা দর্শকমহলে বেশ প্রশংসার নজির সৃষ্টি করেছেন। তাঁর মধ্যে একজন হলেন স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) থেকে খলনায়িকা মিশকা (mishka) ওরফে অহনা দত্ত (Ahona Dutta)।

    img 20230129 195626

    বর্তমান সময়ে দাপুটে অভিনয়ের জন্য দর্শকদের মনে বিশেষ স্থান অর্জন করে নিয়েছেন অভিনেত্রী অহনা দত্ত। এই অভিনেত্রীর চরিত্র এমনই, যেকারণে টিভি স্ক্রিনে অহনা দত্তকে দেখলেই দর্শকদের মাথায় আগুন জ্বলে ওঠে। এমনকি স্যোশাল মিডিয়ায় এই চরিত্রের কারণে নানারকম কুমন্তব্যও শুনতে হয় অভিনেত্রীকে।

    img 20230130 114626

    ধারাবাহিকে দেখানো হয়, অনেক ঝড় ঝাপটা পেরিয়ে সূর্য দীপার বিয়ের পরই গল্পে আগমন ঘটে সূর্যর বন্ধু মিশকার। তবে সূর্য বন্ধু হিসাবে মনে করলেও, মিশকা কিন্তু মনে মনে সূর্যকে ভালোবাসে। আর তাই সূর্যকে কাছে পাওয়ার চক্করে নানারকম ফন্দি এঁটে বেশ কয়েক বছর ধরে সূর্য এবং দীপার মাঝে একটা ভুল বোঝাবুঝির পাঁচিল তৈরি করেছে।

    সোনা এবং রূপা যে সূর্য আর দীপার সন্তান, সেটা কোনদিনই সূর্যকে জানতে দেয়নি মিশকা। কারণ, মিশকাই সূর্যকে বুঝিয়ে ছিল সে কোনদিনও বাবা হতে পারবে না। আর এই ভুল বোঝাবুঝির মধ্যে সূর্য মনে করে দীপার সন্তানের বাবা কবীর। এইভাবে সূর্য দীপার মধ্যে ঘটে চলে ছোট ছোট অশান্তির আগুনে ঘি ঢেলে তা বড় আকারের তৈরি করত মিশকা। আর এভাবেই দর্শকমহল থেকে বেশ প্রশংসাও কুড়িয়েছেন এই অভিনেত্রী। এরই মধ্যে এক নেটিজন স্যোশাল মিডিয়ায় লেখেন, ‘এত চড় খাওয়ার পরও গালগুলো কিভাবে এত সুন্দর রয়েছে মিশকার?’ কুমন্তব্যের পাশাপাশি এমন প্রশংসা পেয়ে বেশ আনন্দিত অভিনেত্রীও।