Skip to content

ছিলেন ‘1920’-র লিসা, অভিনয় ছাড়াও এই কাজের জন্য ফেমাস বলি অভিনেত্রী আদাহ শর্মা

    ১৯৯২ সালের ১১ ই মে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন লিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে সুন্দর এবং গ্ল্যামারাস অভিনেত্রী আদাহ শর্মা (adah sharma)। শুধুমাত্র হিন্দী ছবির মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি এই অভিনেত্রী, তাঁকে দেখা গিয়েছে বেশকিছু কন্নড় এবং তেলুগু ছবিতেও। রূপের মাধুর্য্যই শুধু নয়, সেইসঙ্গে অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে আজকের দিনে দর্শকমহলে নিজের একটা জায়গা করে নিয়েছেন আদাহ শর্মা (adah sharma)।

    আদাহ শর্মার বাবা পেশায় ছিলেন একজন মার্চেন্ট নেভির ক্যাপ্টেন এবং মা ছিলেন একজন ধ্রুপদী নৃত্যশিল্পী। সবথেকে মজার বিষয় হল, দশম শ্রেণিতে পাঠরত অবস্থাতেই অভিনয় জগতকে নিজের পেশা হিসেবে বেছে নেওয়ার পরিকল্পনা করে পড়াশুনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন আদাহ শর্মা। সেই সময় তাঁর বাবা মা অনেক করে তাঁকে বোঝানোর পর মাধ্যমিকের পর অভিনয় জগতে পা রাখেন এই অভিনেত্রী।

    ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘1920’র হাত ধরে প্রথমবার অভিনয় জগতে পদার্পণ করেন আদাহ শর্মা (adah sharma)। বিক্রম ভট্ট পরিচালিত এই ভৌতিক ছবিতে আদাহ শর্মার অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসা কুড়িয়েছিল। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক কমেডি ছবি ফানসি-তেও তাঁকে দেখা গিয়েছিল।

    এই বলি অভিনেত্রী আদাহ শর্মাকে স্যোশাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকতে দেখা যায়। নিজের নাচের কিছু ভিডিও হোক কিংবা ওয়ার্কআউটের ভিডিও, সবটাই নেটদুনিয়ার মাধ্যমে ভাগ করে নেন নিজের ফ্যানদের সঙ্গে। সেই কারণে ফ্যানদের মধ্যে বেশ আলোচিত হন এই অভিনেত্রী। আবার অভিনয়ের পাশাপাশি জিমন্যাস্টিকস এবং বক্সিংও পছন্দের বিষয় এই অভিনেত্রীর।