Skip to content

সুখবর দিলেন অপরাজিতা আঢ্য, মা হচ্ছেন ‘লক্ষী কাকিমা’!

    img 20221114 125746

    ৪০ পেরিয়ে তাঁর বয়স এখন প্রায় ৪৪। এই বয়সেও তাঁর স্টামিনা যেন তরুন অভিনেত্রীদের মতই। এখনও সমানভাবে দর্শকমহলে জনপ্রিয় হয়ে রয়েছেন এই অভিনেত্রী। বড়পর্দা থেকে ছোটপর্দা সর্বত্রই দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)।

    মাঝে বেশকিছু বছর টেলিভিশন থেকে দূরে থাকলেও, বর্তমান সময়ে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষী কাকিমা সুপারস্টার’ (Lokkhi Kakima Superstar)এ তাঁর অভিনয় দর্শকমহল থেকে প্রশংসা কুড়িয়ে নিয়েছে। এই অবস্থায় এক দারুণ সুখবর শোনাতে চলছেন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। দিচ্ছেন মা হওয়ার সুসংবাদ! তবে অপরাজিতা নয়, এই সুখবর দিচ্ছেন লক্ষী কাকিমা।

    img 20221114 125810

    এই ধারাবাহিকের নিয়মিত দর্শকরা ইতিমধ্যেই এই বিষয় সম্পর্কে কিছুটা আঁচ করে ফেলেছেন। আসল বিষয়টা হল, সম্প্রতি এই ধারাবাহিকের ভাইরাল হওয়া এক ভিডিও দেখে দর্শকমহলে ক্রমশ কৌতূহল বাড়তে শুরু করেছে। সত্যিই কি তবে মা হচ্ছেন লক্ষী কাকিমা!

    ধারাবাহিকে দেখা যায় শাশুড়ি, স্বামী, ছেলে, ছেলের বৌ, দেওর, জা, ভাইপো এবং ভাইঝিকে নিয়ে সুখের সংসার লক্ষী কাকিমার। কিন্তু বিগত বেশকিছুদিন ধরে তাঁর শুধু বমিই হয়ে যাচ্ছে। আর থামছেই না। এক ডাক্তারকে ডেকে আনতে সে পরীক্ষা নিরীক্ষা করে যা দেখে, তা বলতে গিয়ে প্রথমটায় কিছুটা ইতস্তত হয়ে যায়।

    img 20221114 125758

    সরাসরি না বললেও, ডাক্তার ঘুরিয়ে পেঁচিয়ে বলেন সুখবর হতে পারে। ডাক্তারের এই কথা শুনেই কৌতূহল বেড়েছে দর্শকদের মনে। তবে কি এবার মা হতে চলেছেন লক্ষী কাকিমা? তবে তা জানার জন্য একটু হলেও অপেক্ষা করতে হবে দর্শকদের। আর দেখতে হবে জি বাংলার ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (Lokkhi Kakima Superstar)।