Skip to content

যে কোন সময় চলে যাবে তিন সন্তানের দৃষ্টিশক্তি, বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়লেন কানাডিয়ান দম্পতি!

  img 20220919 131125

  কথিত আছে, সন্তানদের সুখের জন্য বাবা মায়েরা সবকিছুই করতে পারেন। যে কোন মূল্যে প্রতিটি বাবা মায়েরাই তাঁদের সন্তানদের সুখ, শান্তি দেখতে চান। আর এই বিষয়ের একেবারে জ্বলন্ত উদাহরণ হলেন কানাডার (canadian) এক দম্পতি। সেবাস্টিন পেলেটিয়ার এবং ইডিথ লেমে নামের এই দম্পতির চারজন সন্তান রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হল, তাঁদের চার সন্তানের মধ্যে ৩ জনের দৃষ্টিশক্তি আর কিছুদিনের মধ্যেই চলে যাবে। তাই বাবা মা তাঁদের সন্তানদের গোটা পৃথিবী দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন।

  জানা গিয়েছে, রেটিনাইটিস পিগমেন্টোসা নামক এক বিরল রোগে আক্রান্ত এই সন্তানরা। মেয়ে মিয়ার যখন বছর তিনেক বয়স হয়, হয় মা বুঝতে পারেন, মেয়ের চোখে কোন সমস্যা হয়েছে। তখন চিকিৎসক জানান, মিয়া রেটিনাইটিস পিগমেন্টোসা রোগে আক্রান্ত হওয়ার কারণে, আর বেশিদিন চোখে দেখতে পাবেন না। তন্য দিকে এই দম্পতি তাঁদের আরও দুই ছেলে ৭ ছর বয়সী কলিন এবং ৫ বছর বয়সী লরেনের মধ্যেও এই রোগের লক্ষণ দেখতে পান।

  img 20220919 131151

  এরপর ২০১৯ সালে দুই ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে, একই কথা বলেন চিকিৎসক। এমনটা শোনার পর তাঁদের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। তবে তাঁদের আরও ছেলে লিওর মধ্যে এই রোগের লক্ষণ প্রকাশ পায়নি। এই সময় সন্তানদের এই অসুস্থতার বিষয়ে বেশকিছুদিন চিন্তা করার পর, তাঁদের নিয়ে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিলেন এই দম্পতি।

  img 20220919 131214

  এই বিষয়ে মা ইডিথ লেমে বলেন, ‘আমাদের শিশুদের দৃষ্টিশক্তি কতদিন থাকবে, সেটা বলা মুশকিল। তবে ধারণা করা যাচ্ছে, তাঁরা বৃদ্ধ বয়স দৃষ্টিহীন ভাবেই থাকবে। তাই আমরা ঠিক করি, যতদিন সন্তানরা দেখতে পাচ্ছে, তাঁদের গোটা বিশ্বে ভ্রমণ করাবো’।

  img 20220919 131226

  এরপর তাঁরা ২০২০ সালের জুলাই মাসে বিশ্ব ভ্রমণের পরিকল্পনা করলেও, করোনার কারণে তা কিছুটা দেরী হওয়ায় চলতি বছরের মার্চ-এপ্রিলে এই যাত্রা শুরু করেন। তাঁরা প্রথমে নামিবিয়ায় যান। আর সেখান থেকে তুরস্ক হয়ে মঙ্গোলিয়া এবং তারপর ইন্দোনেশিয়া যান। আবার তাঁরা আফ্রিকাতেও গিয়েছিলেন। আর এই ভ্রমণের মধ্য দিয়ে সন্তানদের কিছু সুন্দর সুন্দর অভিজ্ঞতার সঞ্চার ঘটাতে চাইছে এই কানাডিয়ান দম্পতি।