Skip to content

২ বছর পর খুলতে চলেছে আরও একটি বন্ধ থাকা কোম্পানি, কিনে নিয়েছেন রতন টাটা

    img 20220816 124158

    বেসরকারিকরণের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকার পরও এক বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। আবারও একটি বড় কোম্পানিকে তুলে দেওয়া হল রতন টাটার (ratan tata) হাতে। লোকসানে চলার কারণে গত ২০২০ সালের ৩০ শে মার্চ অবধি বন্ধ ছিল এই কোম্পানি।

    রতন টাটার (ratan tata) হাতে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভাগ্যের পরিবর্তন হতে শুরু করল দুই বছর বন্ধ থাকা সরকারি কোম্পানি নীলাচল ইস্পাত নিগম লিমিটেড (NINL)। এই বিষয়ে টাটা স্টিলের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর টিভি নরেন্দ্রন জানা, আগামী ৩ মাসের মধ্যেই এই নীলাচল স্টিল প্ল্যান্ট শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

    img 20220816 124112

    তিনি আরও বলেন, ‘আমরা বিদ্যমান কর্মীদের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত এবং সেইসঙ্গে প্রায় দুই বছর ধরে বন্ধ থাকা কারখানাটি পুনরায় চালু করার জন্য তৈরি আছি। আমাদের লক্ষ্য- আগামী ৩ মাসের মধ্যে উৎপাদন শুরু করে আগামী ১২ মাসের মধ্যে ইন্সটলও করতে হবে। পাশাপাশি টাটা স্টিল NINL-এর ক্ষমতা 5 মিলিয়ন টনে বাড়ানোর চেষ্টাও করা হবে’।

    ratan tata

    জানিয়ে রাখি, এয়ার ইন্ডিয়ার (Air India) পর এবার প্রাইভেট হওয়ার পথে নীলাচল ইস্পাত নিগম লিমিটেড (NINL)। সরকারের থেকে এই কোম্পানি কিনে নিয়েছেন ভারতীয় প্রবীণ ব্যবসায়ী রতন টাটা (Ratan Tata)। চলতি বছরের জানুয়ারিতে নিলামে ১২০০০ কোটি টাকার সর্বোচ্চ দর দিয়ে এই কোম্পানি কিনে নিয়েছে টাটা স্টিল লং প্রোডাক্ট লিমিটেড (Tata Steel Long Products Ltd)।

    ওডিশার কলিঙ্গানগরে অবস্থিত এই NINL। এমএমটিসি লিমিটেড (MMTC), এনএমডিসি লিমিটেড (NMDC), ভিল (BHEL), মেকন (MECON) এবং ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ওড়িশা লিমিটেড দ্বারা যৌথভাবে পরিচালিত এই কোম্পানিটি বছরে ১.১ মিলিয়ন টনের ইস্পাত তৈরি করে।