একজন সফল মহিলা যিনি কখনও স্কুলে অবধি যাননি, এমনকি তাঁর কাছে ছিল না ১০০ টাকাও! ৫০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করে আজকের দিনে দাঁড়িয়ে তৈরি করেছেন ৫ কোটি টাকার ব্যবসা। এই পরিশ্রমী এবং কর্মঠ মহিলা হলেন কৃষ্ণা যাদব (Krishna Yadav)। যিনি নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি হাজার হাজার মহিলাকেও করে তুলেছেন স্বাবলম্বী।
পাঁচ বোন ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন কৃষ্ণা যাদব। এই কাজ শুরু করার আগে একজন সাধারণ গৃহবধূ ছিলেন তিনি। তাঁর স্বামী ছিলেন একজন শ্রমিক। তিনি নিজের শহর ছেড়ে অন্যত্র গিয়ে ছোটখাটো কিছু করার কথা ভাবতেন। কারণ তিনি ভাবতেন ছোট শহরে গিয়ে নতুন কিছু করলে, মানুষ তাঁকে চিনবে এবং জানবেও। সেই কারণে বুলন্দশহর ছেড়ে দিল্লি চলে যান কৃষ্ণা যাদব।
সেখানে গিয়ে দেখেন কৃষিকাজ করেও সেরকম কোন লাভ করতে পারছিলেন না তিনি। সেইসময় তাঁর মাথা অন্য একটা বুদ্ধির উদয় হয়। তিনি বলেন, তাঁর দাদি খুব সুন্দর এবং সুস্বাদু আচার তৈরি করতেন। আর সেই কথা মাথায় আসতেই তিনিও এই কাজ শুরু করলেন। উৎপাদিত সবজি দিয়েই আচার তৈরি করে তা বাজারজাত করার ক্তহা ভাবলেন কৃষ্ণা যাদব (Krishna Yadav)। স্বামীকে এই উপায়ের কথা জানাতেই, তাঁর স্বামীও রাজী হয়ে যান এই প্রস্তাবে।
শুরু হল আচার তৈরির কাজ। প্রথমে ৫ কেজি সবজি দিয়ে আচার তৈরি করে তা আশেপাশের মানুষকে খাইয়ে অনেক প্রশংসা পেলেন কৃষ্ণা যাদব। কিন্তু বাজারে নিয়ে যেতেই তাঁর স্বামী জানান, এই আচারের থেকে সবজি অনেক বেশি বিক্রি হচ্ছিল। এই কথা শুনে হতাশ না হয়ে নিজেই উদ্যোগ নিলেন আচার বিক্রির। রাস্তার পাশে একটি টেবিল চেয়ার নিয়ে সেখানেই শুরু করলেন সবজি এবং আচার বিক্রির কাজ। এইভাবে তাঁর কাছ থেকে কখনও কেউ সবজি কিনতেন, আবার কেউ আচার। যা থেকে আজকের দিনে দাঁড়িয়ে কৃষ্ণা যাদবের বার্ষিক টার্নওভার ৫ কোটি টাকা। তাই জীবনে অল্পতেই ভেঙ্গে না পড়ে এগিয়ে গিয়ে ঘুরে দাঁড়ানোর জলন্ত দৃষ্টান্ত হলেন কৃষ্ণা যাদব (Krishna Yadav)।