সম্প্রতি স্যোশাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে ‘যুগযুগ জিও’ (jugjugg jeeyo) ছবির নেপথ্যের কিছু দৃশ্য। সেখানে দেখানো হয়েছে, শুটিং সেটে শুটিং করতে করতে কিভাবে মজায় মেতে থাকেন অভিনেতা অভিনেত্রীরা। সেইসঙ্গে দেখানো হয়েছে, একটি সঠিক দৃশ্য শুট করার পেছনে কতোটা পরিশ্রম লুকিয়ে থাকে।
এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে অনিল কাপুর (anil kapoor), বরুণ ধাওয়ান এবং কিয়ারা আডবানির মত অভিনেতা অভিনেত্রীদের। ইতিমধ্যেই ছবির শুটিং সম্পন্ন হয়ে মুক্তির জন্য অপেক্ষা করছে। জানা গিয়েছে, আগামী ২৪ শে জুন ২০২২ -এ মুক্তি পেতে চলেছে ‘যুগযুগ জিও’ (jugjugg jeeyo)।
এই ছবিতে এমন একটি দৃশ্য রয়েছে, যা দেখে ‘সাওয়ারিয়া’ ছবির রণবীর কাপুরের কথা মনে পড়ে যাবে দর্শকদের। কারণ, এই ছবিতেও একটি টাওয়াল ডান্স রয়েছে, আর সেখানে অভিনয় করতে দেখা যাবে বলি অভিনেতা অনিল কাপুরকে।
জানা গিয়েছে, শুটিং চলাকালীন অনিল কাপুরের (anil kapoor) এই টাওয়ালের দৃশ্য শুট করতে ৪০০ টি রিটেক নিতে হয়েছে। এই দৃশ্যে মজা করার সঙ্গে সঙ্গে অনেকটা কসরতও করতে হয়েছে অনিল কাপুরকে (anil kapoor)। তবে এই ছবিতে সকলের সঙ্গে নীতু কাপুর এবং মনীশ পলকেও দেখা যাবে।
স্যোশাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করে নিয়েছেন ছবির সহ প্রযোজক করণ জোহার। সেইসঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘যখন আপনি মজা করছেন, তখন সময় বয়ে যায়। আসন্ন ছবি ”যুগযুগ জিও” (jugjugg jeeyo) সেট থেকে এই হাসি মজার ভিডিও শেয়ার করা হল। ছবিটি মুক্তি পেতে আর মাত্র এক সপ্তাহ বাকি। ২৪ শে জুনই হয়ত মুক্তি পেতে পারে এই ছবি’।