হাতের মুঠোয় মোবাইল থাকার দৌলতে ঘরে বসেই নানা ধরনের ভাইরাল ভিডিও (viral video) দেখা যায়। শুধুমাত্র আপনার আশেপাশের বিষয়ই নয়, গোটা বিশ্বের নানা বিষয় সম্পর্কে জানতে পারা যায়। আর এসবের মধ্যে যদি কোন ভিডিও একবার হলেও, নেটিজনদের মনে ধরে যায়, তাহলে ভাইরাল হতে বিন্দুমাত্র সময় নেয় না। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।
আবার এই সকল ভাইরাল ভিডিওর (viral video) মধ্যে কিছু ভিডিও থাকে খুবই মজাদার, আবার কিছু ভিডিও থাকে শিক্ষণীয়। আবার অনেক সময় এমন কিছু ভিডিও ভাইরাল হয়, যা দেখে চোখের কোণায় জল চিকচিক করে নেটিজনদের, আবার কিছু ভিডিও কিছুটা হতবাক করে দেয় নেটপাড়ার বাসিন্দাদের।
সম্প্রতি দিনে এমনই একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ব্যাপকহারে ভাইরাল হয়েছে, যা দেখে কিছুটা শিউরে উঠল নেটিজনরা। আগে দেখে নিন সেই ভাইরাল ভিডিও-
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ছাদের উপর নৃত্য পরিবেশন করতে উঠেছে একটি মেয়ে। আর তাঁর নাচ ক্যামেরাবন্দি করছে সম্ভবত বাড়ির অন্য কোন ব্যক্তি। কিন্তু এই নাচের মাঝেই ঘটে যায় এক অঘটন। ভিডিওতে দেখা যায়, মেয়েটি যখন হাত উপরের দিকে তুলে নাচের মুদ্রা করতে শুরু করে, আর ঠিক তখনই বিদ্যুৎ চমকানোর কারণে ভীষণ জোরে আওয়াজ হয়। আর সেই আওয়াজ শুনে মুহূর্তের জন্য ভয়ে মাটিতে পড়ে যায় সেই মেয়েটি।
স্যোশাল মিডিয়ায় শেয়ার হওয়া এই ভিডিওটি ভাইরাল (viral video) হয় মুহূর্তে মধ্যেই। তবে এই ভাইরাল ভিডিও দেখে আনন্দ পাওয়ার বদলে গা শিউরে উঠেছে নেটিজনদের। তাঁদের মধ্যে জানার আগ্রহ বেড়েছে, এরপর ওই মেয়েটির অবস্থা কেমন আছে।