Skip to content

অপ্সরার থেকে কম সুন্দর নন অমরীশ পুরীর মেয়ে, সৌন্দর্য্যের দিক থেকে টেক্কা দিতে পারে বলি অভিনেত্রীদেরও

    চলচিত্র জগতে বেশিরভাগ সময়েই দেখা যায় অভিনেতা অভিনেত্রীদের সন্তানরাও তাঁদের বাবা মায়ের পথই অনুরসণ করেন। কেউ ছোট থেকেই হয়ে যান রূপোলি পর্দার স্টার কিড, কেউ বা আবার কেরিয়ার শুরু করেন বড় পর্দার মুখ্যচরিত্র হয়ে। তবে অনেক সময়ই দেখা যায়, বাবা কিংবা মা, বড় পর্দার জনপ্রিয় তারকা হলেও, তাঁদের সন্তানরা আজও আসেননি লাইট, ক্যামেরার সামনে।

    সেরকমই একজন হলেন নম্রতা পুরী (namrata puri) যিনি হলেন বলিউডের বিখ্যাত ব্যক্তিত্ব অমরীশ পুরীর (amrish puri) মেয়ে। বাবা বিনোদন জগতে দারুণ নাম করলেও, তাঁর মেয়ে এখনও লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে রয়েছেন বহুদূরে।

    বলিউডের প্রথম সারির সফল অভিনেতা অভিনেত্রীদের মধ্যে একজন হলেন অমরীশ পুরী (amrish puri)। প্রায় সব ছবিতেই ভিলেনের ভূমিকায় অভিনয় করলেও, মানুষের মনে বেশ ভালোই জায়গা করে নিয়েছিলেন তিনি। আজ এই পৃথিবীতে তিনি না থাকলেও, সারা বিশ্বের থেকে ভালোবাসা পেয়েছেন তিনি।

    তবে অনেকেই হয়ত জানেন না, অমরীশ পুরীর (amrish puri) মেয়ে নম্রতা পুরী (namrata puri) নিজেকে বিনোদন জগতের লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে অনেক দূরে সরিয়ে রেখেছেন। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার নম্রতা পুরী একজন ব্যবসায়ীকে বিয়ে করে সুখে সংসার করছেন। সুন্দর, স্টাইলিশ হলেও, নিজেকে বিনোদন জগত থেকে অনেক দূরে রেখেছেন নম্রতা পুরী (namrata puri)।

    জানিয়ে রাখি, অভিনয় জগতে প্রায় ৪০০-র বেশি ছবি করেছেন অমরীশ পুরী। আর অভিনয় জগতের বেশির ভাগ ছবিতেই খলনায়কের চরিত্রে অভিনয় করে দর্শকমহলে বেশ সুনামও কুড়িয়েছেন তিনি। দক্ষ অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার ও আরও অনেক পুরস্কারে সম্মানিতও হয়েছিলেন অমরীশ পুরী।