Skip to content

ছিল না পরীক্ষার ফি দেওয়ার টাকা শিক্ষক ভরেছিলেন টাকা, প্রথম চেষ্টাতেই UPSC পরীক্ষায় সফল ছেলে

    দৃঢ় সংকল্প ও নিষ্ঠার সাথে যে কোনো কাজ করলে সাফল্য অনিবার্য। উদ্দেশ্য সঠিক রেখে, কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে সফলতা পেয়েছে “বিশাল” (Bishal) নামের এই তরুণ। তার এই সাফল্য মোটেও সহজ ছিলনা। শত দারিদ্রতার মধ্যে থেকেও অক্লান্ত পরিশ্রম করেছে এই যুবক। ইউপিএসসি (UPSC) পরীক্ষা উত্তীর্ণ হয়ে, ৪৮৪ নং স্থান অর্জন করেছেন।

    উত্তরপ্রদেশের মুজাফফরপুরের বাসিন্দা বিশাল।
    তিনি নিতান্তই এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আর্থিক অবস্থা তাদের এতটাই খারাপ ছিল যে, পরীক্ষার ফিস দেওয়ার সামর্থ্য ছিলনা তাদের। কিন্তু কোন প্রতিকূলতাই তাকে আটকে রাখতে পারেনি। তার নিষ্ঠা ও পরিশ্রমের ফল স্বরূপ আজ তিনি নিজের সম্মানীয় স্থান ও জীবনে সাফল্য পেয়েছেন।

    ২০০৮ সালে বিশালের বাবার মৃত্যুর পর তাদের আর্থিক অবস্থা পুরোপুরি ভাবে ভেঙে পড়ে। তার মায়ের নাম রীনা দেবী। এমন পরিস্থিতিরতে তিনি সংসার চালানোর জন্য গরু, ছাগল ও মহিষ পালন শুরু করেন। এই গবাদি পশুর দুধ বিক্রি করেই কোন রকম সংসার চলত বিশালদের। পরিবারের খারাপ অবস্থার কারণে দ্রুত চাকরি করে মাকে সাহায্য করার কথাই ভাবতো বিশাল।

    জানা যায়, বিশাল এর সাফল্যের পেছনে তার শিক্ষকের অনেক অবদান আছে। তিনি যথা সম্ভব তাকে সাহায্য করেছেন এবং মানসিক দিক থেকে শক্তি জুগিয়েছেন। বিশালের সাফল্যে তার মা ও শিক্ষকরা খুবই খুশি এবং আনন্দিত। তাদের পাশাপাশি বিশালের গ্রামের লোকজনরাও খুবই গর্বিত। ফুল ও মিষ্টি নিয়ে বহু বিশিষ্ট ব্যক্তিরা তাকে সম্বর্ধনা জানিয়েছেন।