Skip to content

বয়সকালে কাজের অভাব! পছন্দের মার্সিডিস জলের দরে বিক্রি করছেন অমিতাভ বচ্চন

    img 20220628 095827

    বলিউড মেগাস্টার “অমিতাভ বচ্চন” ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা। বহু বছর ধরে বলিউডে নিজের স্বকীয়তা বজায় রেখেছেন তিনি। অনেক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। প্রত্যেকের জানা বিগ বি খুবই বিলাসবহুল জীবনযাপন করেন। মুম্বাইতে একটি বিলাসবহুল বাংলো সহ একটি ফ্ল্যাটও রয়েছে তাঁর। এসবের পাশাপাশি অমিতাভ দামি গাড়িও পছন্দ করেন।

    img 20220628 101552

    তার গাড়ির সংগ্রহে রয়েছে একাধিক বিলাসবহুল যান। তিনি দামি গাড়ির খুব পছন্দ করেন। তিনি বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ির মালিক। ‘মার্সিডিজ এ ক্লাস’, ‘রেঞ্জ রোভার’, ‘বেন্টলি জিটি’, মিনি কুপার এবং লেক্সাস এসইভির মতো তার গাড়ি সংগ্রহে অনেক বিলাসবহুল যান রয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী এসব গাড়ির দাম কোটি টাকা ও তার বেশি।

    সম্প্রতি একটি খবর প্রকাশ্যে এসেছে যে, বাধ্য হয়ে জলের দামে পছন্দের এই গাড়িগুলো বিক্রি করছেন বিগ বি। তার এই সিদ্ধান্তে অত্যন্ত দুঃখিত অভিষেক বচ্চন থেকে শুরু করে পরিবারের সবাই। অমিতাভের এই অত্যন্ত প্রিয় বিদেশি গাড়িটির নাম হলো মার্সিডিজ এস ক্লাস। তখন কার সময়ে যার দাম ছিল প্রায় এক কোটি টাকারও বেশি।

    img 20220628 100428

    তবে সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অমিতাভ বচ্চন মাত্র ৩০ লক্ষ টাকায় এই গাড়িটি বিক্রি করে দিতে চাইছেন। এর পেছনে আসল কারণ জানা যায় যে গাড়িটি অমিতাভ বচ্চন প্রায় ১৪ বছরের বেশি সময় ধরে ব্যবহার করছেন। আর ভিকেলসের নিয়ম অনুসারে কোন গাড়ির ১৫ বছর মেয়াদ পূর্ণ হলে, পুনরায় আর.সি বুক তৈরি করাতে হয়। যার কারণে এতো কম দামেই গাড়িটি বিক্রি করছেন বিগ বি।