১৯৯৪ সালের ৭ ই সেপ্টেম্বর দিল্লীর জোহরিপুর গ্রামে জন্মগ্রহণ করেন অমিত ভাড়ানা (Amit Bhadana)। মধ্যবিত্ত পরিবারের জন্মগ্রহণ করা অমিত ভাদানা, ছোট থেকেই মানুষকে আনন্দ দিতে পছন্দ করত। কিন্তু অনেক ছোট বয়সেই ১৯৯৯ সালে নিজের বাবাকে হারানোর পর মামা এবং দীদার কাছে বড় হন অমিত।
ছোট থেকেই পড়াশুনায় বেশ ভালো ছিলেন অমিত। স্নাতক হওয়ার পর ল’কলেজে ভর্তি হন। এইসময় গরমের ছুটিতে একদিন একটি ভিডিও তৈরি করে ফেসবুকে শেয়ার পোস্ট করেছিলেন অমিত। তাঁর এই ভিডিওর কনটেন্ট মানুষের ভালো লাগায়, সেটা বেশ ভাইরাল হয়ে যায়। এরপরই শুরু হয় অমিতের ইউটিউবের যাত্রা।
এরপর ভালো কনটেন্ট নিয়ে একের পর এক ভিডিও পোস্ট করতে শুরু করেন অমিত। হরিয়ানভি ভাষায় তৈরি করা ভিডিওগুলো মানুষের এতোটাই মনে ধরেছিল, যে কারণে আজকের দিনে দাঁড়িয়ে অমিত ভাড়ানার (Amit Bhadana) ইউটিউব চ্যানেলে ২৪ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে।
দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত অমিত ভাড়ানাকে (Amit Bhadana) ‘ইউটিউব ক্রিয়েটর অফ ইন্ডিয়া’ বলেও সম্মানিত করা হয়েছে। তিনি দেশীয় ভঙ্গিতে ভিডিও আপলোড করেন, যা দেশবাসী বেশ পছন্দ করেন। এক একটি ভিডিও অমিতের চ্যানেলে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তা ব্যাপকহারে ভাইরাল হয়ে যায় এবং তাতে প্রায় লক্ষাধিক ভিউ চলে আসে।
এই সাফল্যের পেছনে অনেক পরিশ্রম এবং ধৈর্য্য আছে বলে অমিত জানান, প্রায় ১০ বছর আগে ২০১২ সালে এই ইউটিউবের যাত্রা শুরু করেন অমিত। তখন এই বিষয়ে ভালো দক্ষ ছিলেন না তিনি। এইভাবেই একটি ভিডিও শেয়ার করতেই তা ব্যাপকহারে ভাইরাল হয়ে যায়। যা আজকের দিনে তাঁকে এই জায়গায় নিয়ে পৌঁছিয়েছে। দীর্ঘ পরিশ্রম এবং অধ্যাবসায়ের ফলেই আজকের দিনে এই জায়গায় পৌঁছিয়েছেন অমিত।