বর্তমান সময়ে 5G নেটওয়ার্কের প্রতিযগীদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে মুকেশ আম্বানির (mukesh ambani) সংস্থা Reliance Jio। বিশেষ করে 700 Mhz স্পেকট্রাম এবং 26GHz স্পেকট্রাম ব্যবহারের কারণে গ্রাহকরা ঘরের মধ্যেও 5G নেটওয়ার্কের দুর্দান্ত পরিষেবা পেয়ে যাবেন। এই বিষয়ে সোমবারই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের বার্ষিক সাধারণ সভা থেকে সর্বসমক্ষে Jio 5G লঞ্চের ঘোষণা করলেন মুকেশ আম্বানি।
এবিষয়ে মুকেশ আম্বানি জানান, 4G নেটওয়ার্কের উপরে নির্ভরশীল না থেকে সম্পূর্ণ স্বাধীন নেটওয়ার্ক হবে Jio 5G। সবার মান বজায় রেখে, চিন এবং আমেরিকার থেকেও এগিয়ে নিয়ে গিয়ে সব জায়গায় সবকিছুর সঙ্গে সংযুক্ত রাখবে এই Jio 5G নেটওয়ার্ক। তবে এই পরিষেবা নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য নয়, সর্বসাধারনের জন্যই লঞ্চ করা হবে’।
তিনি আরও জানান, এই 5G নেটওয়ার্ক লঞ্চের পরেই দেশের টেলিকম গ্রাহকরা লো লেটেন্সি হাই স্পিড ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন এবার থেকে। যার ফলে অনলাইন গেমিং ভার্চুয়াল কম্পিউটিংয়ের অভিজ্ঞতা আগের থেকে অনেক বেশি ভালো হবে গ্রাহকদের। জানা গিয়েছে, দীপাবলির আগেই কলকাতা সহ দিল্লি, মুম্বই ও চেন্নাই শহরে এই পরিষেবা লঞ্চ হবে।
সেইসঙ্গে আরও জানানো হয়েছে, হাই স্পিড ইন্টারনেট ব্যবহারের সঙ্গে সঙ্গে এই Jio 5G ব্যবহার করে সাশ্রয়ের সুবিধা নিতে পারবে গ্রাহকরা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট কিরণ থমাস জানান, আগে হাই স্প্রীড ইন্টারনেট ব্যবহারের জন্য কম্পিউটার আপডেট করতে হলেও, বর্তমানে শক্তিশালী ভার্চুয়াল কম্পিউটার ঘরে বসেই ব্যবহার করা যাবে এই Jio 5G ব্যবহার করে। অর্থাৎ খুব সহজেই ঘরে বসে এই হাই স্প্রীড ইন্টারনেট তৈরি করা যাবে।