চলচ্চিত্র ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে মানুষের মধ্যে একটি উত্তেজনা কাজ করে। পছন্দের তারকাদের সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে বেশ আগ্রহী অনুরাগীরা। সদ্য সাত পাকে বাঁধা পড়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra) এবং অভিনেত্রী কিয়ারা আদভান (Kiara Advani)। কাছের কয়েকজন মানুষকে নিয়ে জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে সেরে নিয়েছেন তাঁদের স্বপ্নের বিয়ে। ইতিমধ্যে মুম্বাইতে মহা সমারোহের সঙ্গে তাঁদের রিসেপশনও সেরে ফেলেছেন তাঁরা।
তবে সিদ্ধার্থ কিয়ারার বিয়ের পর থেকে তাঁদের নিয়ে যেন চর্চার শেষ নেই। তাঁদের ড্রেস থেকে শুরু করে, তাঁদের মেকআপ, অলংকার, বিয়ে রিসেপশনের আয়োজন সবকিছু নিয়েই চর্চা চলছে বেশ কয়েকদিন ধরেই। তবে এসবের মধ্যে সবথেকে বেশি চর্চা হচ্ছে তাঁদের উপহার নিয়ে। কি কি উপহার পেল সিদ্ধার্থ কিয়ারা? সর্বোপরি, তাঁদের বিয়ের সেরা উপহারই বা কোনটা? এসব নিয়ে আলোচনার শেষ নেই।
সিদ্ধার্থ কিয়ারার বিয়েতে কাছের মানুষ থেকে শুরু করে আত্মীয় স্বজন সকলেই দিয়েছেন দামী দামী উপহার। আর সেই সব উপহারের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য উপহার ছিল করণ জোহর (Karan Johar) এবং ইশা আম্বানির (Isha Ambani) দেওয়া উপহার। পরিচালক করণ জোহার পরিচালিত ‘শেরশাহ’ চলচ্চিত্রে জুটি বাঁধতে দেখা গিয়েছিল সিদ্ধার্থ এবং কিয়ারাকে। আবার করণ জোহারের খুবই কাছের সিদ্ধার্থ কিয়ারা। সেই কারণে তাঁর দেওয়া উপহার কিছুটা স্পেশাল তো হবেই।
অন্যদিকে আম্বানি কন্যা ইশা আম্বানি আবার কিয়ারার প্রিয় বান্ধবী। সেই কারণে তাঁর দেওয়া উপহারও বেশ কিছুটা স্পেশাল হবে বলেই ধারণা করা যাচ্ছে। রিলায়েন্সের একটি সেগমেন্টের প্রচারের মুখ করার পাশাপাশি রিলায়েন্স ট্রেন্ড ফুটওয়ার সংস্থার বিজ্ঞাপনী প্রচারের মুখ হওয়ার প্রস্তাব দিলেন ইশা আম্বানি।
এই উপহার প্রসঙ্গে, রিলায়েন্স রিটেল সংস্থার ফ্যাশন এবং লাইফ স্টাইল সিইও অখিলেশ প্রসাদ জানান, বর্তমান সময়ে সিদ্ধার্থ এবং কিয়ারা দুজনেই বলিউডের বিখ্যাত তারকা হওয়ার সুবাদে তাদের মুখ প্রচারী বিজ্ঞাপনে থাকলে যুব সমাজের সঙ্গে রিলায়েন্সের সম্পর্ক আরও মজবুত হবে। অন্যদিকে পর্দার পাশাপাশি বাস্তবেও সিদ্ধার্থ কিয়ারার জুটিকে দর্শক পছন্দ করায়, করণের পরবর্তী তিনটি ছবিতে নায়ক-নায়িকা হিসেবে সিদ্ধার্থ কিয়ারাকে নেওয়ার কথা জানালেন পরিচালক করণ জোহার। ধারণা করা হচ্ছে, আলিয়া এবং বরুণের মত করে, এই জুটিকে দিয়েও রোম্যান্টিক চলচ্চিত্র তৈরির ইচ্ছা রয়েছে পরিচালকের।