Skip to content

‘আমি কি বাচ্চা তৈরির মেশিন?’ ছবি ভাইরাল হতেই প্রেগন্যান্সি নিয়ে মুখ খুললেন করিনা কাপুর

    img 20220806 004530

    তারকাদের হাঁড়ির খবর জানার আগ্রহ সকল ফ্যানদেরই থাকে। আর প্রিয় তারকা হলে, তো কোন কথাই নেই। প্রিয় তারকা কখন কোথায় যাচ্ছেন, কি করছেন, কি খাচ্ছেন, এমনকি তাঁর কাছের মানুষ কারা, সেসব জানতেও উন্মুখ হয়ে থাকে ভক্তরা। আর বর্তমান সময়ে করিনা কাপুরর (Kareena Kapoor) তাঁর আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’ নিয়ে বারবার সংবাদ শিরোনামে উঠে আসছেন তিনি। তবে এবার ঠিক ছবির গল্প নয়, অন্য কারণে আবারও শিরোনামে করিনা কাপুর।

    কিছুদিন আগেই কাজের চাপ পেরিয়ে স্বামী এবং দুই সন্তান নিয়ে লন্ডন ভ্রমণে গিয়েছিলেন করিনা কাপুর। সেখান থেকে তাঁদের বেশকিছু ছবি ভাইরালও হয় নেটদুনিয়ায়। তবে সেসবের মধ্যে একটি ছবি নিয়ে হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়।

    img 20220806 004402

    সেই ছবি দেখে নেটিজনদের মনে হয়েছে তৃতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর (Kareena Kapoor)। আর এই গুঞ্জন দাবানলের মত ছড়িয়ে পড়েছে চারিদিকে। আর এই গুজন যদি সত্য হয় তাহলে, পঞ্চমবারের জন্য বাবা হবেন সইফ আলি খান।

    লন্ডন ফিরেই এই বিষয়ে মুখ খোলেন করিনা কাপুর। তিনি বলেন, ‘এটা শুধুই পাস্তা এবং ওয়াইন। আপনারা শান্ত হোন। আমি এখন প্রেগন্যান্ট (pregnant) নই। সইফের কথায়, ইতিমধ্যেই ভারতের জনসংখ্যায় অনেক কন্ট্রিবিউট করা হয়ে গিয়েছে। এনজয়। দেখুন আমরাও তো মানুষ। বিষয়টা স্বাভাবিকভাবে ভেবে নিন’।

    img 20220806 004421

    এখানেই শেষ নয়, কিছুটা রেগে গিয়ে সেই মেজাজে করিনা কাপুর (Kareena Kapoor) বলেন, ‘আপনি কি বলতে চাইছেন আমি প্রেগন্যান্ট? আমার আবারও বাচ্চা হবে? আমি কি বাচ্চা তৈরির মেশিন নাকি? আমার উপরেই ছেড়ে দিননা এই পছন্দটা। আমি কোন সময় আমার জীবনের কিছু লুকিয়ে রাখি না। সবর্দা স্বচ্ছ থাকার চেষ্টা করি। তাই আমাদেরকেও আমাদের মত করেই বাঁচতে দেওয়া উচিত’।