Skip to content

টেলিভিশন জগতের এই সংস্কৃতিবান বউমা-রা বাস্তব জীবনে অনেক বোল্ড ও গ্ল্যামারাস, দেখুন ছবি

    অবসর সময়ে মানুষের সময় কাটানোর অন্যতম সঙ্গী হল টেলিভশন। সেখানে সিনেমা, সিরিয়াল, রিয়ালিটি শো, বিভিন্ন অ্যাওয়ার্ড শো থেকে শুরু করে নানাধরনের অনুষ্ঠান দেখে সময় কাটান মানুষজন। এর মধ্যে আবার বেশি জনপ্রিয় হয় টিভি সিরিয়াল। মহিলাদের কাছে টিভি সিরিয়াল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।

    সিরিয়ালের নাম থেকে শুরু করে সময়, অভিনেতা, অভিনেত্রীদের (actress) নাম, কলাকুশলীদের নাম যেন বাড়ির মহিলাদের বাজার ফর্দের মত মুখস্থ থাকে। তবে অভিনয় জগতে এমন অনেক অভিনেত্রী রয়েছেন, যাদের রিল লাইফের সঙ্গে রিয়েল লাইফের কোন মিল নেই। যেমন ধারাবাহিকে যতই তাঁদের একজন সংস্কৃতিবান বউ হিসাবে দেখাক না কেন, তারা কিন্তু বাস্তব জীবনে বেশ বোল্ড।

    ধারাবাহিক ‘ছোটি বউ’-র মাধ্যমে বেশ জনপ্রিয়তা লাভ করেন বলি অভিনেত্রী (actress) রুবিনা দিলাইক। এরপর বেশকিছু ধারাবাহিকেও তাঁকে দেখা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে তাঁকে পুত্রবধূর চরিত্রে অভিনয় করতে দেখা গেলেও, বাস্তব জীবনে বেশ বোল্ড এই অভিনেত্রী। নেটদুনিয়ায় নানা সময়ে নানারকম হট এবং গ্ল্যামারাস ছবি পোস্ট করে ঝড় তুলতে এই অভিনেত্রীর জুড়ি মেলাভার।

    সম্প্রতি বিবাহ বন্ধনে আবব্ধ রয়েছেন টিভি ইন্ডাস্ট্রির নাগিন হিসেবে পরিচিত জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায়। অভিনয়ে তাঁকে একজন সন্ন্যাসী বউ হিসাবে দেখা গেলেও, বাস্তব জীবনে বেশ সাহসী একজন মানুষ। বিভিন্ন রকম হট মুহূর্তের ছবি শেয়ার করে ঝড় তোলেন ভক্তকূলের হৃদয়ে।

    ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা’ ধারাবাহিকে অক্ষরার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে বলি অভিনেত্রী (actress) হিনা খানকে। অনস্ক্রিনে একেবারে সাদামাটা বউমার ইমেজ বজায় রাখলেও, অফস্ক্রিনে বেশ বোল্ড তিনি। প্রায়শই বিভিন্ন ধরনের বোল্ড ছবি শেয়ার করে স্যোশাল মিডিয়ায় ঝড় তোলেন এই অভিনেত্রী।