Skip to content

বাবা খলনায়কের চরিত্র করলেও মেয়ে টেক্কা দিচ্ছে নায়িকাদের! সুন্দরী হলেও লাইমলাইটে আসতে চান না কূলভূষণ কন্যা

    একটি সিনেমা তৈরি থেকে সাফল্য আনার পেছনে অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ক্যামেরার পেছনের কলাকুশলীদের বড় ভূমিকা থাকে। এরপর ছবি হিট হলে প্রথমেই সুখ্যাতি ছড়ায় নায়ক, নায়িকা, পরিচালক এবং ছবির খলনায়কের। সেরইকমই জীবনের বেশিরভাগ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করতেন কুলভূষণ খারবান্দা (Kulbhushan Kharbanda)। কিন্তু বাস্তব জীবনে কুলভূষণ খারবান্দার মেয়ে সৌন্দর্য্যের দিক থেকে, যে কোন নায়িকাকে টেক্কা দিতে পারবেন।

    সিনেমায় কেউ রোম্যান্টিকতা দিয়ে কেউ বা আবার অ্যাকশন দিয়ে দর্শকদের মন জিতে নেয়। তবে কুলভূষণ খারবান্দা (Kulbhushan Kharbanda) খলনায়কের চরিত্রে অভিনয় করে, দর্শকদের হৃদয়ে একটা শক্ত জয়গা করে নিয়েছিলেন। শান ছবিতে নিজের অভিনয় দক্ষতা প্রদর্শনের পর সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেতা। ৭০-৮০-র দশকে খলনায়কের চরিত্রে দাপিয়ে বেড়িয়েছেন এই অভিনেতা।

    তবে সিনেমার পর্দায় খলনায়কের চরিত্রে অভিনয় করলেও, বাস্তব জীবনে একজন দায়িত্ববান বাবা কিন্তু কুলভূষণ খারবান্দা (Kulbhushan Kharbanda)। তাঁর মেয়ে শ্রুতি খারবান্দা গহনা ডিজাইনার হলেও লাইম লাইট থেকে রয়েছেন বহু দূরে। তবে বিনোদন দুনিয়ার থেকে দূরে থাকলেও, সৌন্দর্যতার দিক থেকে হার মানাতে পারেন যে কোন বলি অভিনেত্রীকে।

    প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বিয়ের স্থান রাজস্থানের উমেদ ভবনে ২০২১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শ্রুতি খারবান্দা। নিজের একটি ব্যবসাও করেন তিনি। অন্যদিকে আবার, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের ব্যক্তিগত জীবনের বিশেষ বিশেষ ছবিও আপলোড করেন তিনি। তবে নিজের জীবনে বেশ খুশিই রয়েছেন শ্রুতি। আর এই লাইমলাইটের দুনিয়ায় আসতেও চান না তিনি।