Skip to content

বলিউডের এই ৩ স্টারদের সঙ্গে কাজের প্রস্তাব পেলেও ফিরিয়ে দিয়েছেন রশ্মিকা, জানালেন কারণ

    বিনোদন দুনিয়ায় ন্যাশনাল ক্রাশ হিসাবে পরিচিতি লাভ করেছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা (rashmika mandanna)। সম্প্রতি সময়ে দক্ষিণের স্টাইলিশ স্টার আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দান্না (rashmika mandanna) অভিনীত ছবি ‘পুস্পা’ বক্স অফিসে দারুণ হিট করেছে। আর তারপর থেকে আরও জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী রশ্মিকা মান্দান্না। ফ্যানরা এবার তাঁকে বলিউডেও দেখতে চাইছেন।

    স্টাইলিশ স্টার আল্লু অর্জুনের বিপরীতে এই ছবিতে কাজ করা খুব কঠিন হলেও, রেশ্মিকার অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। এই ছবি দর্শকদের মনে এতোটাই দাগ কেটেছে, যে কারণে ছবি চরিত্র থেকে শুরু করে ছবির সংলাপ ঘুরছে দর্শকদের মুখে মুখে। সেইসঙ্গে ‘স্বামী’ গানে রশ্মিকার নাচ, মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। জানা গিয়েছে, শীঘ্রই এই ছবির দ্বিতীয় পর্ব আসতে চলেছে।

    বর্তমান সময়ে শুধু দক্ষিণেই নয়, বলিউড ইন্ডাস্ট্রিতেও সমান জনপ্রিয়তা পেয়েছেন রশ্মিকা মান্দানা। তাঁর স্টাইল, স্মাইল, কথা বলার ধরণ মন কেড়েছে ফ্যানদের। নিজের অসাধারণ অভিনয় দক্ষতার কারণে শুধুমাত্র দক্ষিণ ইন্ডাস্ট্রি নয়, বর্তমান সময়ে বলিউড থেকেও ডাক পাচ্ছেন এই অভিনেত্রী। তবে অফার পেলেও, তা প্রত্যাখ্যানও করে দিয়েছেন রশ্মিকা।

    রিপোর্ট বলছে, ‘কিরিক পার্টি’ ছবির মধ্য দিয়ে অভিনয় জগতে পা দিয়েছিলেন দক্ষিণি অভিনেত্রী রশ্মিকা। শোনা যায়, এই ছবির হিন্দি সংস্করণ তৈরি করতে চেয়েছিলেন পরিচালকরা এবং সেখানে কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) বিপরীতে রশ্মিকাকে নিতে চেয়েছিলেন তারা। কিন্তু এই অফার ফিরিয়ে দেন রশ্মিকা। কারণ হিসাবে জানান, তিনি এই ছবিতে আর অভিনয় করতে চান না।

    আবার জার্সি ছবিতে শহীদ কাপুরের (Shahid Kapoor) সঙ্গে রশ্মিকাকে নেওয়ার পরিকল্পনা করা হলেও, এই ছবির অফার ফিরিয়ে দেন দক্ষিণি অভিনেত্রী।

    রণদীপ হুড্ডার (randeep hooda) সঙ্গে একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেও সেই অফারও ফিরিয়ে দেন ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মান্দান্না (rashmika mandanna)। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বলিউডের কোণ ছবিতে দেখা যেতে পারে দক্ষিণের এই অভিনেত্রীকে।