Skip to content

যমজ বোন না হয়েও, চেহারায় রয়েছে হুবহু মিল! রইল বিটাউনের এমন ১০ অভিনেত্রীর ছবি

  img 20220707 140944

  বিটাউন মানেই গ্ল্যামারের দুনিয়া। এই জগতে একের পর এক স্টার নিজেদের জায়গা করে নিয়েছেন। তবে অনেক সময় অনেক দুই তারকার মধ্যে অনেকখানি মিল থাকায়, তাঁদের চিহ্নিত করতে ভুল হয়ে যায় দর্শকদের। এমনটা কিন্তু মেকআপের গুণে নয়। আসল বিষয়টা হল, বলা হয় এই পৃথিবীতে একই রকম দেখতে ৭ জন মানুষ থাকেন। তাই তাঁদের মধ্যে থেকে কেউ যদি কখনও আপনার সামনে আসে, তাহলে অন্যজনের সঙ্গে গুলিয়ে ফেলতে পারেন। সেরকমই বলিউডেও এরকম অনেক অভিনেত্রী রয়েছেন, যাদের দুজনকে অনেকটা একই রকম দেখতে। রইল বিস্তারিত-

  img 20220707 140503

  ঐশ্বরিয়া রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) এবং স্নেহা উল্লাল (Sneha Ullal)- বিশ্ব সুন্দরী ঐশ্বর্য্য রাই বচ্চন এবং অভিনেত্রী স্নেহা উল্লালের মধ্যে অনেকটাই মিল রয়েছে। কিন্তু ঐশ্বর্য্য রাই বচ্চন বলিউডে দাপিয়ে বেড়ালেও, অভিনয় দক্ষতার বিশেষ প্রকাশ দেখাতে না পারায় বেশিদিন গ্ল্যামার দুনিয়ায় টিকতে পারেননি স্নেহা উল্লাল।

  img 20220707 140221

  শ্রীদেবী (Sridevi) এবং দিব্যা ভারতী (Divya Bharti)- ১৯৭৯ সালে ‘সলবা সাওয়ান’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় প্র্যাত অভিনেত্রী শ্রীদেবীর। অন্যদিকে ১৯৯২ সালে ‘বিশ্বত্মা’ ছবি দিয়ে বলিউডে কাজ শুরু করলেও, বেশিদিন অভিনয় করতে পারেননি প্রয়াত অভিনেত্রী দিব্যা ভারতী। তবে অনেক সময় এই দুই অভিনেত্রীকে দেখে গুলিয়ে ফেলেছেন অনেকেই।

  img 20220707 140255

  ফারহিন (Farheen) এবং মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)- বলিউডের দুই অভিনেত্রী ফারহিন এবং মাধুরী দীক্ষিতকে একসঙ্গে দেখলে যে কেউ চিনতে ভুল করবেন। তবে ফারহিন গোপনে বিয়ে করে সংসার সামলালেও, সংসার এবং কেরিয়ার দুটোকেই সমানভাবে ব্যালান্স করে চলছেন মাধুরী দীক্ষিত।

  img 20220707 140348

  জারিন খান (Zareen Khan) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)- সালমন খানের হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন দুই অভিনেত্রী জারিন খান এবং ক্যাটরিনা কাইফ। তবে এই দুই অভিনেত্রীর মধ্যে চেহারার বিশেষ মিল থাকলেও, ক্যাটরিনার মত জনপ্রিয়তা পাননি জারিন খান।

  img 20220707 140138

  সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) এবং রীনা রায় (Reena Roy)- নব্বইয়ের দশকের নায়িকা ছিলেন রীনা রায়। আর বর্তমান প্রজন্মের বলি অভিনেত্রী হলেন সোনাক্ষী সিনহা। কিন্তু এই দুই অভিনেত্রীর ছবি পাশাপাশি থাকলে, যে কেউ চিনতে ভুল করবেন। আবার বলি পাড়ায় গুঞ্জন রয়েছে রীনা এবং শত্রুঘ্নের মধ্যে প্রায় ৭ বছরের সম্পর্ক থাকায় তাঁদের মেয়েই হলেন সোনাক্ষী। যদিও এই ঘটনা নিছক গুজব বলেই দাবী করেন তারকারা।