বর্তমান সময়ে দক্ষিণি ছবিগুলো দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছে। একের পর এক দক্ষিণি ছবি এখন হিন্দী ভাষাতেও ডাবিং করে একই দিনে মুক্তি পাচ্ছে। বক্স অফিসে দেখা যাচ্ছে চলতি সময়ে হিন্দী, বাংলা অপেক্ষা দক্ষিণি ছবির দিকেই মানুষের বেশি ঝোঁক বাড়ছে।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দক্ষিণি ছবি পুস্পা (pushpa)। এই ছবিতে মুখ্য চরিতে অভিনয় করতে দেখা গিয়েছে দক্ষিণি অভিনেতা এবং অভিনেত্রী আল্লু অর্জুন (Allu Arjun) এবং রেশ্মিকা মান্দানাকে। আর এই ছবি দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল। হিন্দি ভষায় ডাবিং করা ডায়লগ এখনও মানুষের মুখে মুখে ঘুরছে।
তবে এই ছবি মুক্তির পর বেশ ব্যবসাও করেছে গোটা দেশ জুড়ে। পুস্পার প্রথম পর্ব বেশ সাফল্য লাভ করায়, এই ছবির সিক্যুয়েলের শুটিংও খুব শীঘ্রই হবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ২০২৩ সালে মুক্তি পেতে পারে এই ছবি।
রিপোর্ট বলছে, পুস্পার (pushpa) দ্বিতীয় পর্বের জন্য দক্ষিণি অভিনেতা স্টাইলিশ স্টার আল্লু অর্জুন (Allu Arjun) পারিশ্রমিক নিচ্ছেন ১০০ কোটি টাকা। এমন খবর শুনে অনেকেই হতবাক হয়ে গিয়েছেন। তবে ধারণা করা হচ্ছে, সত্যিই যদি ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন আল্লু অর্জুন, তাহলে এটি হবে সর্বকালের সর্বোচ্চ চার্জিং ফিগুলির মধ্যে অন্যতম। জানিয়ে রাখি, পুস্পার প্রথম পর্বের বাজেট ছিল ২০০ কোটি টাকা এবং দ্বিতীয় পর্বের বাজেট হতে পারে ৪০০ কোটি টাকা।