Skip to content

২০২২ সালে গুগলে সার্চ হয়েছে এইসমস্ত প্রশ্ন, শুনলে মাথা ঘুরবে আপনারও

    img 20230211 174547

    কোন বিষয়ে বিশদে জানতে অনেকেরই প্রথম পছন্দ গুগল (google)। চট করে গুগলে সেই বিষয়টা লিখতেই, সেই সম্পর্কে গুগল যতটা জানে, আপনাকে জানিয়ে দেবে। রিপোর্ট বলছে, গুগল এমন একটি সার্চ ইঞ্জিন, যা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আর এই গুগলের মাধ্যমেই অনেক বিষয়ে জানতে পারে মানুষজন।

    সম্প্রতি গুগল তাদের ‘ইয়ার ইন সার্চ 2022’ (google year in search 2022) প্রতিবেদনটি গত ৯ ই ফেব্রুয়ারী শেয়ার করেছে। আর সেই রিপোর্ট থেকে জানা গিয়েছে, গত বছর দেশে ‘আন্তর্জাতিক ভ্রমণ’ অনুসন্ধান প্রায় দ্বিগুণ হয়ে ৮০ শতাংশে পৌঁছেছে। করোনা মহামারি পার করে বিশ্ব কিছুটা স্বাভাবিকের দিকে এগোতেই মানুষজন আবারও ভ্রমণের নেশায় এতে উঠেছে।

    img 20230211 174617

    এই বিবৃতিতে আরও লেখা রয়েছে, ‘মানুষ তাদের জীবনকে সহজ করতে সবচেয়ে বেশি ই-পেমেন্ট ব্যবহার শুরু করেছে। সেই সঙ্গে বেড়েছে ভ্রমণ, গানের আসর ও বাইরে খাওয়ার প্রবণতা। গত বছর ‘থিয়েটারে সিনেমা’র জন্য অনুসন্ধান হয়েছে ২০২০ শতাংশ, ‘লাইভ কনসার্ট’ র জন্য ৮০ শতাংশ এবং ‘ওটিটি রিলিজ’ র জন্য ৩৮০ শতাংশ সার্চ হয়েছে।

    ক্রীড়া ইভেন্টের কথা বলতে গেলে, ‘ক্রিকেট ম্যাচের টিকিটের’ জন্য ১৭০ শতাংশ এবং ‘ফিফা বিশ্বকাপের টিকিট’-এর জন্য ১৪০ শতাংশের বেশি মানুষ সার্চ করেছেন। এছাড়াও, ‘তাৎক্ষনিক ডেলিভারি’-এর অনুসন্ধান গত বছর ১৮০ শতাংশ এবং ‘ই-ওয়ালেট’ ৪০ শতাংশের বেশি ব্যবহার হয়েছে।

    img 20230211 174557

    ২০২২ সালে, ‘থাইল্যান্ড ভ্রমণ’-এর জন্য অনুসন্ধানের আগ্রহ ৯০ শতাংশের বেশি এবং ‘ইউরোপ ভ্রমণের জন্য’ ৫০ শতাংশের বেশি বেড়েছে। এই হিসাব থেকে দেখা যাচ্ছে ম্নাউশের খরচ বাড়লেও, মানুষজনের মন থেকে কিন্তু এখনও ভ্রমণের নেশা ঘুচে যায়নি। তাঁরা এখনও সমানভাবে ভ্রমণের স্থানের খোঁজ করে চলেছে।

    Discover more from Entertainment News in Bengali, Latest Tollywood and Bollywood news in Bangla

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading