Skip to content

বাজেট কম থাকলেও কাঁপিয়েছে বক্স অফিস, খরচের কয়েকগুণ বেশি টাকা কামিয়েছে এই সকল বলি ফিল্ম

    img 20220709 134306

    বিনোদন জগতে প্রতিদিনই কোন না কোন ছবির কাজ চলতে থাকে। তারপর সেই ছবির কাজ সম্পূর্ণ শেষ হলে, তবেই একটি ভালো দিন দেখে তা প্রেক্ষাগৃহে রিলিজ করা হয়। এক্ষেত্রে দেখা গিয়েছে বিশাল বাজেটের যেমন অনেক চলচ্চিত্র থাকে, তেমনই অনেক চলচ্চিত্র ১০ কোটির গন্ডিও পেরোয় না। বক্স অফিস দেখলে দেখা যাবে, অনেক কম বাজেটের ছবি অনেক সময় বিশাল বাজেটের ছবিকেও হার মানিয়ে দেয়।

    img 20220709 133819

    মুম্বইয়ের ট্রেনে বিস্ফোরণের ঘটনা নিয়ে নীরজ পাণ্ডে দু’বছর পর অর্থাৎ ২০০৬ সালে ১১ ই জুলাই ‘আ ওয়েডনেসডে’ (A Wednesday) নামে একটি হিন্দি ছবি তৈরি করেছিলেন। যেখানে অভিনয় করতে দেখা গিয়েছিল নাসিরুদ্দিন শাহ, অনুপম খেরের মতো দক্ষ অভিনেতাদের। জানা যায় এই ছবিটির বাজেট ছিল মাত্র ৫ কোটি টাকা। কিন্তু বক্স অফিস কাঁপিয়ে এই ছবি আয় করেছিল প্রায় ৩০ কোটি টাকা।

    img 20220709 133801

    ২০০৭ সালে মাত্র ৬০ লক্ষ টাকা দিয়ে তৈরি করা হয়েছিল চলচ্চিত্র ‘ভেজা ফ্রাই’ (Bheja Fry)। কিন্তু বক্স অফিস কাঁপিয়ে এই ছবি প্রায় ৮ কোটি টাকা উপার্জন করেছিল।

    img 20220709 133741

    ২০১০ সালে ‘তেরে বিন লাদেন’ (Tere Bin Laden) ছবিটি মুক্তির সময় পাকিস্তান ও আমেরিকার সেন্সর বোর্ডের সদস্যরা বাঁধা দিয়েছিলেন। অভিষেক শর্মা পরিচালিত এই ছবির বাজেট ৫ কোটি টাকা হলেও, আন্তর্জাতিক স্তরে ১১ কোটি ৪৩ লক্ষ টাকা এবং ভারতে ১৫ কোটির ব্যবসা দিয়েছিল এই চলচ্চিত্র।

    img 20220709 133929

    ‘ফঁস গয়ে রে ওবামা’ (Phas Gaye Re Obama) ছবিটি মুক্তি পেয়েছিল ২০১০ সালে। হাস্যরসে পরিপূর্ণ সিনেমাটি তৈরি করতে প্রায় ৬ কোটি টাকা খরচ হলেও, দর্শক মহলে দারুণ প্রশংসিত এই ছবিটি প্রায় ১৪ কোটি টাকা উপার্জন করেছিল। পরবর্তীতে এই গল্পের অনুকরণে তেলেগুতে ‘শংকরভরনম’ নামে একটি ছবি তৈরি করা হয়।

    img 20220709 133718

    আয়ুষ্মান খুরানা ও ইয়ামি গৌতম অভিনীত রোম্যান্টিক-কমেডি ছবি ‘ভিকি ডোনার’ (Vicky Donor) মুক্তি পেয়েছিল ২০১২ সালে। সুজিত সরকার পরিচালিত এবং জন আব্রাহমের প্রযোজনায় এই ছবিটি তৈরিতে মাত্র ৫ কোটি টাকা খরচ হলেও, প্রায় ৬৬ কোটির ব্যবসা দিয়েছিল এই ছবি।

    img 20220709 133653

    অ্যাথলিট পান সিংহ তোমারের আত্মজীবনীমূলক ছবি ‘পান সিং তোমার’ (Paan Singh Tomar) মুক্তি পেয়েছিল ২০১২ সালে। ইরফান খান অভিনীত এবং তিগমাংশু ধুলিয়া পরিচালিত এই ছবির বাজেট ৮ কোটি টাকা থাকলেও, তা উপার্জন করেছিল ২০ কোটি টাকা।

    img 20220709 134005

    ৮ কোটি টাকার বাজেট নিয়ে তৈরি হয়েছিল সুজয় ঘোষ পরিচালিত ছবি ‘কাহানি’ (Kahani )। এই ছবিতে বিদ্যা বালানের অভিনয় প্রশংসার নজির সৃষ্টি করেছিল। জানা যায়, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি ১০৪ কোটি টাকা আয় করেছিল।

    img 20220709 133627

    ২০১৭ সালে বড়পর্দায় মুক্তি পায় ‘লিপস্টিক আন্ডার মাই বুর্খা’ (Lipstick Under My Burkha) চলচ্চিত্রটি। রত্না পাঠক, কঙ্কনা সেনশর্মা অভিনীত এবং অলঙ্কৃতা শ্রীবাস্তব পরিচালিত এই ছবিটি তৈরি করতে ৬ কোটি টাকা খরচ হলেও, প্রায় ২১ কোটির ব্যবসা দেয় এই ছবি।