Skip to content

লাল শাড়িতে ঘুম উড়িয়েছে এই সকল অভিনেত্রী, চোখ ফেরানো যাচ্ছে না রেখার থেকে

    কথায় বলে শাড়িতেই (saree) নারী, আর নারীর কেশেতেই বেশ। মেয়েরা যতই আধুনিক পোশাক পড়ুক না কেন, শাড়িতেই (saree) তাঁদের সর্বাধিক সৌন্দর্য প্রকাশ পায় বলে মনে করা হয়। আর সেই নারী যদি কোন চলচ্চিত্রের অভিনেত্রী হয়, তাহলে তো আর কিছুই বলার জায়গা থাকে না।

    বিশেষত বলিউড অভিনেত্রীদের ফ্যাশন, তাঁদের স্টাইল নকল করতেই বেশি দেখা যায়। হিন্দি বিনোদন দুনিয়ায় এমন অনেক নামজাদা অভিনেত্রী রয়েছেন, যারা তাঁদের রূপের মাধুর্য্যে ঘায়েল করেছে বিরাট দর্শককূলকে। তবে তাঁদের মধ্যে কেউ কেউ আবার কখনও কখনও লাল শাড়ি পড়ে ঝড় তুলেছে ফ্যানদের হৃদয়ে।

    প্রথম জীবনে অনেক স্ট্রাগল করলেও বর্তমান সময়ে বলিউড কিংবা হলিউড, সর্বস্তরেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। একটি অনুষ্ঠানে লাল রঙের শাড়ি পড়ে তিনি রাতের ঘুম উড়িয়েছিলেন তাঁর অগণিত ভক্তকূলের। পুরুষ মহিলা নির্বিশেষে দীপিকার সেই লুক নজর কেড়েছিল সকলের। যা দেখে, অনেকেরই ‘পদ্মাবত’ সিনেমার কথা মনে পড়েছিল।

    গত বছরের করবাচৌথ অনুষ্ঠানে লাল শাড়ি পড়ে নিজের স্বামীর মঙ্গল কামনা করেছিলেন অভিনেত্রী শিল্পা শেট্টি। আর তাঁর সেই ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

    বর্তমান প্রজন্মকে এখনও তুড়ি মেরে হার মানিয়ে দিতে পারেন বলি অভিনেত্রী রেখা। অভিনয় কিংবা স্টাইল স্টেইটমেন্ট- সবদিক থেকে এখনও যেন সুইট সিক্সটিন রয়েছেন বলি অভিনেত্রী রেখা। বেশিরভাগ সময় সোনালি বা অফ হোয়াইট রঙের শাড়িতে তাঁকে দেখা গেলেও, একটি অনুষ্ঠানে তাঁকে লাল শাড়িতে দেখা গিয়েছেল। আর তাঁর সেই লুক টেক্কা দিয়ে দেবে বর্তমান প্রজন্মের যে কোন অভিনেত্রীকে।