Skip to content

বলিউডের এই ৫ তারকাকে একেবারেই না পছন্দ আলিয়ার, তালিকায় রয়েছেন এক পুরুষ অভিনেতাও

    অসাধারণ অভিনয় দক্ষতার কারণে খুব অল্প সময়ের মধ্যেই অভিনয় জগতে নিজের একটা জায়গা করে নিয়েছেন আলিয়া ভাট (alia bhatt)। সম্প্রতি বলি অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন এই বলি অভিনেত্রী।

    বর্তমান দিনে বলি ইন্ডাস্ট্রির শীর্ষ অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতেই রয়েছে আলিয়া ভাটের (alia bhatt) নাম। খুব অল্প বয়সেই খ্যাতির চূড়ায় পৌঁছে গিয়েছেন এই অভিনেত্রী। তবে ইন্ডাস্ট্রিতে তাঁর যেমন অনেক বন্ধু রয়েছে, তেমনই অনেক শত্রু রয়েছে বলেও জানা যায়।

    ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)– একটা সময় খুবই কাছের বন্ধু ছিলেন আলিয়া এবং ক্যাটরিনা। স্যোশাল মিডিয়াতে তাঁদের বন্ধুত্বের অনেক প্রমাণও পাওইয়া যেত। কিন্তু বর্তমানে তাঁদের মধ্যেকার সম্পর্ক আর সেই আগের মতন নেই। কারণ, একটা সময় ক্যাটরিনার সঙ্গেও প্রেমের সম্পর্ক ছিল আলিয়ার স্বামী রণবীরের।

    শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)– শ্রদ্ধা কাপুরের সঙ্গে প্রথম জীবনে বন্ধুত্ব থাকলেও, এখানেও সম্পর্ক শেষের কারণ একজন পুরুষ। এক্ষেত্রে সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে দুজনের মধ্যেকার বন্ধুত্ব নষ্ট হয়।

    জ্যাকলিন ফার্নান্দেস (Jacqueline Fernandez)– শুধুমাত্র শ্রদ্ধা কাপুরই নয় জ্যাকলিন ফার্নান্দেসের সঙ্গেও ঠান্ডা যুদ্ধের কারণ হিসাবে উঠে আসে বলি অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার নাম। শোনা যায়, ‘জেন্টলম্যান’ ছবিতে জ্যাকলিন এবং সিদ্ধার্থ একসঙ্গে কাজ করায় তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।

    কঙ্গনা রানাউত (Kangana Ranaut)– শোনা যায়, কঙ্গনার সঙ্গে কোনদিন বন্ধুত্বই হয়নি আলিয়ার। আলিয়া ভাট (alia bhatt) অভিনীত ছবি ‘রাজি’ মুক্তি পাওয়ার পর কঙ্গনা সেই ছবিতে আলিয়ার অভিনয়ের প্রশংসা করলেও, এর কোন প্রতিক্রিয়া দেননি আলিয়া। আবার অন্যদিকে, কঙ্গনার ছবি ‘মনিকর্ণিকা’ মুক্তি পাওয়ার পর তা নিয়ে কোনরকম মন্তব্য করেননি আলিয়া। এরপর থেকেই তাঁদের মধ্যে ঠাণ্ডা যুদ্ধ শুরু হয়।

    সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra)– দীর্ঘদিন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ডেটিং করার পর একাধিক কারণে তাঁদের সম্পর্ক ভেঙ্গে যায়। বর্তমান সময়ে রণবীর এবং আলিয়া জমিয়ে সংসার করছেন। যদিও সিদ্ধার্থকে বন্ধু বলে পরিচয় দিলেও, রিপোর্ট বলছে ব্রেকআপের পর তাঁদের মধ্যেকারে সম্পর্ক মোটেও স্বাভাবিক নয়।