Skip to content

ফ্লপ হয়েছে ছবি তাতে কী! আবারো নতুন ছবির ট্রেলার মুক্তি করলেন অক্ষয় কুমার

    img 20220822 130111

    সম্প্রতি সময়ে বলিউড (Bollywood) খুব খারাপ পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছে। একের পর এক ছবি বক্স অফিসে ফ্লপ হয়েছে। চলতি বছরেই বিশেষ করে “অক্ষয় কুমার” (Akshay Kumar) অভিনীত একাধিক ছবি রয়েছে ফ্লপের তালিকায়। আবারও দর্শকদের জন্য নতুন ছবি নিয়ে আসতে চলেছেন অক্ষয়। সম্প্রতি (২০ শে আগস্ট) মুক্তি পেয়েছে অক্ষয় কুমার (Akshay Kumar) এর ছবি ‘কাটপুতলি’ (Cut Puttli)-এর ট্রেলার।

    untitled design 6 8 660x400

    গত শুক্রবার ছবিটির টিজার মুক্তির প্রকাশের পাশাপাশি ছবিটিতে অক্ষয় কুমারের ফার্স্ট লুকও সামনে এসেছে। হটাৎ দর্শকদের অবাক করে নির্মাতারা একই দিনে ছবিটির মুক্তির তারিখও ঘোষণা করেছিলেন। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, ‘কাটপুতলি’র গল্প তৈরী হয়েছে ‘কসৌলি’ শহরকে ঘিরে। জানা যাচ্ছে, ছবিতে অক্ষয় কুমার একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন। যিনি একজন সিরিয়াল কিলারের সন্ধানে রয়েছেন।

    এছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ‘রাকুল প্রীত সিং’। ছবিতে রয়েছে সিরিয়াল কিলারের গল্প, এমনটাই মনে করা হচ্ছে। প্রকাশিত হওয়া প্রায় দুই মিনিটের ট্রেলারে, সিরিয়াল কিলারের বিনাশ করতে অক্ষয়ের সাথে সার্গুন মেহতা, চন্দ্রচূর সিং এবং গুরপিত ঘুগি সহ পুলিশের একটি দল রয়েছে। ছবির গল্পে দেখানো হয়েছে হিল স্টেশন ‘কসৌলি’তে তিন স্কুলছাত্রীকে খুন করা হয়েছে। অক্ষয় এবং তার দলের হাতে খুনগুলোর তদন্ত-এর দায়িত্ব দেওয়া হয়।

    এই সিরিয়াল কিলারকে থামাতে মাত্র দুই দিনের সময় দেওয়া হয় পুলিশ অধিকারিকদের। ছবিটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ট্রেলারটি শেয়ার করে অক্ষয় কুমার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘3 মার্ডার, 1 সিটি, 1 পুলিশ এবং 1 সিরিয়াল কিলার’। কাঠপুতলি, ২রা সেপ্টেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে। কাঠপুটলির শুটিং হয়েছে মুসৌরিতে। এটি ‘রাতসান’ নামে দক্ষিণের চলচ্চিত্রের হিন্দি রিমেক। সিনেমা হলের পরিবর্তে সরাসরি ওটিটিতে মুক্তি পাচ্ছে ছবিটি। এটি পরিচালনা করেছেন রঞ্জিত এম তিওয়ারি।