Skip to content

‘সম্রাট পৃথ্বীরাজ’ ফ্লপ হওয়ায় বন্ধ অক্ষয় কুমারের ছবির কাজ, ক্ষতি হয়েছে এই বিপুল পরিমাণ টাকা

  Akshay Kumar

  বলিউডের একজন খ্যাতনামা অভিনেতা হলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। বিটাউনে তিনি আবার খিলাড়ি কুমার নামেও পরিচিত। অ্যাকশন থেকে রোমান্স সবেতেই এগিয়ে অক্ষয় কুমার। অভিনয়ের পাশাপাশি তাঁকে আবার অনুষ্ঠান সঞ্চালনা করতেও দেখা যায়। অসাধারণ অভিনয় দক্ষতার কারণে দর্শকদের মধ্যে বিরাট ফ্যানবেস তৈরি করেছেন এই অভিনেতা।

  অনেক সময় দেখা যায় সাধারণ কমার্শিয়াল ছবি বাদ দিয়ে বায়োপিক করতেই বেশি দেখা যায় অক্ষয় কুমারকে। ‘প্যাডম্যান’, ‘টয়লেট’ থেকে শুরু করে সম্প্রতি সময়ে ‘সম্রাট পৃথ্বীরাজ’ (Samrat Prithviraj)-এ মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে। এছাড়াও বহু চলচ্চিত্রে পুলিশ, আর্মি এবং এয়ারফোর্সের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

  Akshay Kumar

  অভিনয় কেরিয়ারে এখনও অবধি বহু ছবি উপহার দিয়েছেন দর্শকদের। যার মধ্যে বেশকিছু সুপারহিট হলেও, কিছু ছবি ফ্লপ হতেও দেখা গিয়েছে। তবে বর্তমান সময়ে আর বক্স অফিস কাঁপাতে দেখা যাচ্ছে না অক্ষয় কুমারকে (Akshay Kumar)। তাঁর অভিনীত বেশ কিছু ছবি ফ্লপ হওয়ায় বাজার খারাপ চলছে খিলাড়ি কুমারের। সম্প্রতি সময়ে মুক্তিপ্রাপ্ত ছবি ‘বচ্চন পান্ডে ‘ এবং ‘সম্রাট পৃথ্বীরাজ’ও সেভাবে দর্শকদের হলমুখী করে তুলতে পারেনি। ৪০০ কোটি টাকা বাজেটের ছবি ব্যবসা করেছে মাত্র ৯০ কোটির। যার ফলে নির্মাতাদের ১৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে।

  Akshay Kumar

  রিপোর্ট বলছে, ছবি ফ্লপ হওয়ায় বড় ক্ষতির কারণে অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত ছবি ‘গোর্খা’র শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগামী বছরের মাঝামাঝি সময়ে এই ছবির শুটিং আবারও শুরু হতে পারে। তবে বর্তমান সময়ে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘রক্ষাবন্ধন’র ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই দর্শক মহলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তবে ট্রেলার পছন্দ করলেও, ছবিটা দর্শকদের ঠিক কতোটা মনে ধরবে তা এখনই বলা মুশকিল। প্রসঙ্গত, শুধুমাত্র অক্ষয় কুমারই নয়, চলতি বছরে বেশ কিছু বলিউড চলচ্চিত্র মুখ থুবড়ে পড়েছে।