Skip to content

বড় ভুল করলেন “অক্ষয় কুমার”! শিবাজী’র কয়েক সেকেন্ডের টিজারে এমনই কিছু ঘটল

    img 20221208 145259

    পৃথ্বীরাজের পর এবার পর্দায় ‘ছত্রপতি শিবাজি’ মহারাজের ভূমিকায় দেখা যাবে “অক্ষয় কুমার”কে (Akshay Kumar)। ছবিটি নিয়ে অনেকদিন ধরেই আলোচনা হচ্ছিল। সম্প্রতি, মুক্তি পেয়েছে অক্ষয়ে’র প্রথম মারাঠি ছবি ‘বেদাত মারাঠে বীর দৌদলে সাত’-এর টিজার। ছবির টিজার শেয়ার করে খিলাড়ি কুমার লিখেছেন, ‘জয় ভবানি, জয় শিবাজি’। তবে স্মার্ট ভক্তরা অক্ষয় কুমারে’র এই ছবিতে একটি বড় ভুল ধরেছে।

    img 20221208 145535

    ‘বেদাত মারাথে বীর দৌদলে সাত’ (Vedat Marathe Veer Daudale Saat) দিয়ে মারাঠি ছবিতে পা রাখতে চলেছেন অক্ষয় কুমার। মানুষ ছবিটি নিয়ে বেশ উত্তেজিত ছিল। কিন্তু আফসোস, ছবির টিজার প্রকাশ্যে আসতেই অনেকের মন ভেঙে গেছে। অক্ষয় কুমারের মারাঠি ছবির ভিডিও দেখার পর ব্যবহারকারীরা এতে অনেক ত্রুটি খুঁজে পেয়েছেন। এবং সবচেয়ে বড় অপূর্ণতা ছিল যুক্তির।

    ভিডিওতে দেখা যায় যে, অক্ষয় কুমার যাকে ছত্রপতি শিবাজি মহারাজের ভূমিকায় দেখা যাচ্ছে, তার মাথার উপরে একটি বাল্ব রয়েছে। ব্যবহারকারীরা বলছেন, ‘সেই আমলে অর্থাৎ ১৬৭৪ সালে আদেও বাল্ব ছিল কিনা। অন্তত একটু গবেষণা করা উচিত ছিল’। ব্যবহারকারীদের মতে, শিবাজি মহারাজ ১৬৭৪ থেকে ১৬৮০ পর্যন্ত শাসন করেছিলেন। এই সময়ে পৃথিবীতে বাল্ব আবিষ্কার হয়নি। টমাস এডিসন ১৮৮০ সালে বাল্ব আবিষ্কার করেছিলেন।

    ছত্রপতি শিবাজি মহারাজের চরিত্রে ট্রোলড হচ্ছেন অক্ষয় কুমার। ছবিতে তার চেহারা পছন্দ হয়নি দর্শকদের। ভিডিওতে ছবির ছোট্ট ঝলক দেখে ভক্তরা বুঝতে পেরেছেন ঐতিহাসিক গল্পে যুক্তির অভাব রয়েছে। এর পরে, দ্বিতীয় সবচেয়ে বড় কথা হল, ভক্তরা ছবিতে অক্ষয় কুমারের লুক ঠিক মত বুঝতে পারেননি। চলচ্চিত্র ভক্তরা বিশ্বাস করেন যে রণবীর সিং এই চরিত্রের জন্য অক্ষয় কুমারের চেয়ে বেশি পারফেক্ট।

    img 20221208 145425

    একই সময়ে, কিছু ব্যবহারকারী মহারাজার ভূমিকা নিয়ে মজা করার জন্য অক্ষয় কুমারের উপর তাদের বিরক্তি প্রকাশ করেছেন। এমনকি কিছু লোককে অক্ষয় কুমাররের চরিত্রটির জন্য টিপস দিতে দেখা গেছে। ছবিটি নিয়ে মানুষ যেভাবে ক্ষোভ দেখাচ্ছেন, তাতে মনে হচ্ছে মুক্তির আগেই বড় ধরনের পরিবর্তন আনতে পারেন চলচ্চিত্র নির্মাতারা।

    Discover more from Entertainment News in Bengali, Latest Tollywood and Bollywood news in Bangla

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading