Skip to content

সম্রাট পৃথ্বীরাজের ফ্লপ হওয়ায় মুখ খুললেন পরিচালক, অক্ষয়কে নিয়ে বললেন বড় কথা

    img 20220624 013220

    অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ’ খারাপ ভাবে ফ্লপ হয়েছে। ছবিটি বড় বাজেটে তৈরি হলেও, মন ছুঁতে পারেনি দর্শকদের। ছবিতে অক্ষয় কুমার ছাড়াও ছিলেন মানব চিল্লার, সোনু সুদের মতো বড় তারকারা। ছবিটি প্রযোজনা করেছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। বক্স অফিসে ছবিটি পুরো ফ্লপ প্রমাণিত হয়েছে।

    img 20220624 012852

    ছবির পরিচালক দুঃখ প্রকাশ করে বলেন, আমি ‘অক্ষয় কুমারকে ভেবে ছবির গল্প লিখিনি’। এই ছবি ফ্লপ হওয়ার পর পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী খুবই মর্মাহত। তিনি এই ছবিটি নিয়ে খুব উচ্ছ্বসিত ছিলেন কিন্তু ছবিটি সফল হয়নি। এখনো এই ছবি নিয়ে অনেক আক্ষেপ রয়েছে পরিচালকের। তিনি জানান, অভিনেতা ‘সানি দেওলে’র কথা মাথায় রেখেই এই ছবির গল্প লেখা হয়েছে।

    এই ছবিটি প্রযোজনা করতে যাচ্ছিলেন সানি দেওল। এবং ছবিতে অভিনয় করার কথাও ছিল সানি দেওলের। এই ছবির নাম নিয়েও অনেক বিতর্ক সৃষ্টি হয়েছিল। এর আগে ছবিটির নাম ছিল পৃথ্বীরাজ কিন্তু পরে তা পরিবর্তন করে সম্রাট পৃথ্বীরাজ করা হয়। আসলে, নাম পরিবর্তন না করলে সারা দেশে ছবিটির বিরোধিতা করা হবে বলে হুমকি দিয়েছিল কর্নি সেনা।

    img 20220624 013338

    বিশেষ করে রাজস্থানে এই ছবি চলবে না। তাই এরপর ছবির নামের সামনে বসানো হয় সম্রাট। এই ছবির ফ্লপ হওয়ার সবচেয়ে বড় কারণ ছিল অক্ষয় কুমার। আসলে, ছবিতে পৃথ্বীরাজের ভূমিকায় অক্ষয় কুমারকে সামান্যতমও মানানসই দেখা যায়নি।তিনি পৃথ্বীরাজের মতো একজন বড় মহারাজাকে কোনো দৃষ্টিকোণ থেকে চিত্রিত করতে সক্ষম হননি।