Skip to content

ভুলভুলাইয়া ২ থেকে বাদ পড়লেন অক্ষয় কুমার, কার্তিক আরিয়ানকে নেওয়ার কারণ জানালেন পরিচালক

  ২০ শে মে মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান (Kartik Aaryan) এবং কিয়ারা আদভানি ছবি ভুলভুলাইয়া ২ (Bhool Bhulaiyaa 2)। এই ছবির প্রথম পর্ব ‘ভুলভুলাইয়া’ (Bhool Bhulaiyaa) মুক্তি পেয়ছিল ২০০৭ সালে। যেখানে মুখ্য চরিতে দেখা গিয়েছিল বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার (Akshay Kumar)।

  তবে প্রথম পর্বে দুর্দান্ত অভিনয় করে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেও, পরবর্তীতে পর্ব থেকে বাদ গেলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। দ্বিতীয় পর্বে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে কার্তিক আরিয়ানকে (Kartik Aaryan)। সেইসঙ্গে ছবিতে ‘ছোট পণ্ডিত’র চরিত্রে দেখা গিয়েছে রাজপাল যাদবকে, কণিকা শর্মার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে টাব্বুকে।

  সেইসঙ্গে রয়েছেন অমর উপাধ্যায়, সঞ্জয় মিশ্র, মিলিন্দ গুনাজি সহ আর অনেক অভিনেতা অভিনেত্রীকে। তবে প্রথম পর্বে অক্ষয় কুমারকে দেখা গেলেও, এই ছবির দ্বিতীয় পর্ব থেকে বাদ গেলেন খিলাড়ি কুমার। এই বিষয়টা নিয়ে দর্শকদের মধ্যে সর্বদাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

  এবিষয়ে ছবির পরিচালক অনিস বাজমী জানান, ‘আমরা বন্ধুর মত। ‘সিং ইস কিং’, ‘ওয়েলকাম’-এর মত একাধিক ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি। অক্ষয় কুমার একজন জনপ্রিয় তারকা। আর তাঁর সঙ্গে আমি বারবার কাজ করব’।

  এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, ‘ছবিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেন এই ছবিতে অক্ষয় কুমারের বদলে কার্তিক আরিয়ানকে নেওয়া হয়েছে। এই ছবির গল্প নতুন থাকায় এখানে কার্তিক আরিয়ানকে নেওয়া হয়েছে। কার্তিক, কিয়ারা, টাব্বুর এই ছর চিত্রনাট্য ভালো লাগায় তারা সকলেই কাজ করতে আগ্রহী হয়’।

  জানিয়ে রাখি, এই ছবিতে অভিনয়ের জন্য ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। ছবিতে তাঁকে রুহান রনধাওয়ার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অন্যদিকে ২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন কিয়ারা।