Skip to content

তিন খানকে পেছনে ফেলে নাম্বার 1 হলেন অক্ষয় কুমার, জেনে নিন টপ 10-র তালিকায় কোন স্থানে রয়েছেন কার্তিক আরিয়ান এবং রণবীর কাপুর

    img 20220716 153846

    ‘সম্রাট পৃথ্বীরাজ’ (Samrat Prithviraj) সেভাবে ব্যবসা করতে না পারলেও, আজও দর্শকদের বিচারে অক্ষয় কুমারের (Akshay Kumar) স্থান রয়েছে সর্বপ্রথমে। খিলাড়ি কুমারকে আজও ভালোবাসেন বিরাট সংখ্যক মানুষ। তবে বর্তমান সময়ে দর্শক অক্ষয় কুমারের আসন্ন ছবি ‘রক্ষাবন্ধন’র জন্য অপেক্ষা করছে দর্শকরা। ‘রক্ষাবন্ধন’র ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই দর্শক মহলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই ভিডিও।

    অনেক সময় দেখা যায় সাধারণ কমার্শিয়াল ছবি বাদ দিয়ে বায়োপিক করতেই বেশি দেখা যায় অক্ষয় কুমারকে। ‘প্যাডম্যান’, ‘টয়লেট’ থেকে শুরু করে সম্প্রতি সময়ে ‘সম্রাট পৃথ্বীরাজ’ (Samrat Prithviraj)-এ মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে। এছাড়াও বহু চলচ্চিত্রে পুলিশ, আর্মি এবং এয়ারফোর্সের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

    Akshay Kumar

    এরই মধ্যে প্রকাশিত হয়েছে দেশের বিনোদন গ্রাফ পরিসংখ্যান অধ্যয়নকারী Ormax মিডিয়ার বলিউডের শীর্ষ ১০ তারকাদের তালিকা। শেষ ছবি ফ্লপ হলেও, এই তালিকার শুরুতেই রয়েছেন বলিউডের অক্ষয় কুমার (Akshay Kumar)। জুন মাসের সবচেয়ে জনপ্রিয় এই নায়কের আসন্ন দুই ছবি হল ‘রক্ষা বন্ধন’ এবং ‘রাম সেতু’। সাউথ ঝড়ের মধ্যে নিজের জায়গা কিন্তু ঠিক রেখেছেন এই অভিনেতা।

    Shah Rukh Khan

    এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বলিউডের কিং খান শাহরুখ খান (Shah Rukh Khan)। বাদশা খানের ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ মুক্তির অপেক্ষায় রয়েছে ফ্যানরা। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বিটাউনের সল্লু ভাই সলমন খান (salman khan)। তবে ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’ সাড়া ফেললেও, তাঁর পরবর্তী কোন ছবি সেভাবে বক্স অফিসে ঝড় তুলতে পারেনি।

    Hrithik Roshan

    তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে হৃতিক রোশন (Hrithik Roshan)) এবং আমির খান (Aamir Khan)। জানিয়ে রাখি, চলতি বছর সেপ্টেম্বরেই আসছে আমির খান অভিনীত ছবি ‘লাল সিং চাড্ডা’। কিছুদিন আগেই মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভুল ভুলাইয়া 2’র মাধ্য দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেওয়া কার্তিক আরিয়ান (Kartik Aaryan) রয়েছে এই তালিকার ষষ্ঠ স্থানে। এরপর সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং রণবীর সিং (Ranveer Singh)। আর নবম এবং দশম স্থানে রয়েছেন বরুণ ধাওয়ান (Varun Dhawan) এবং আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)।