Skip to content

৭ বছর ধরে মুখ দেখেননি জুহি, এক ফ্রেমে কাজ করতে নারাজ ঐশ্বর্যও! কি সমস্যা রয়েছে আমির খানের?

    বলিউডের বিখ্যাত দুই স্টার হলেও, আজ অবধি শেয়ার করেননি মঞ্চ, দেখা যায়নি এক পর্দায়। কিন্তু এমনটা হওয়ার কারণ কি? আর তারাই বা কে? একটু খেয়াল করলে দেখবেন বলিউডের প্রায় সকল অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে দেখা গেলেও, মিস্টার পারফেকশনিস্ট আমির খান (Aamir Khan) এবং বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনকে (Aishwarya Rai Bachchan) আজ অবধি দেখা যায়নি একই পর্দায়।

    এই দুই তারকা একসঙ্গে জুটি বাঁধলে, ছবি যে ব্লকবাস্টার হিট হত, তা নিয়ে কোন সন্দেহ ছিল না। কিন্তু এই দুই অসাধারণ অভিনেতা অভিনেত্রীকে আজ পর্যন্ত একই ফ্রেমে অভিনয় করতে দেখা যায়নি।

    এই বিষয়ে বলি পাড়ায় কান পাতলেই শোনা যায়, একটা সময় প্র্যাঙ্কস্টার হয়ে উঠেছিলেন আমির খান (Aamir Khan)। সেই সময় বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে অনস্ক্রিন হোক কিংবা অফস্ক্রিন, মজা করতেন তিনি। আর সেই মজা একবার করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) সঙ্গেও। আর তারপরই ঘটে সেই অঘটন।

    বহু বছর আগে একটি কোকের বিজ্ঞাপনে আমির এবং ঐশ্বর্যকে একসঙ্গে দেখা গিয়েছিল। আর তারপর থেকে তাঁদের আর একসঙ্গে দেখা যায়নি। এমনকি এই বিজ্ঞাপনের পর, ঐশ্বর্য ঠিকই করে নিয়েছিলেন, আমির খানের সঙ্গে আর কোনদিন কাজ করবেন না। কি এমন ঘটেছিল সেদিন ওই বিজ্ঞাপনে?

    বিষয়টা হল- অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে যেমন প্র্যাঙ্ক করতেন আমির খান, ঠিক সেইভাবেই ঐশ্বর্যর সঙ্গেও প্র্যাঙ্ক করছিলেন তিনি। কিন্তু সেই কৌতূক বুঝতে পারেননি ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)। আর তারপর তাঁকে বারণ করলেও, বারংবার সেই কাজ করতে থাকেন আমির খান। আর সেই বিজ্ঞাপনের পরই এমন কড়া সিদ্ধান্ত নেন ঐশ্বর্য।

    সূত্র বলছে, শুধুমাত্র ঐশ্বর্যই নয়, আমির খানের (Aamir Khan) এমন ব্যবহারের জন্য বিগত ৭ বছর ধরে আমির খানের মুখদর্শন করেননি বলি অভিনেত্রী জুহি চাওলা (Juhi Chawla)। একবার জুহি চাওলার (Juhi Chawla) সঙ্গে এমন প্র্যাঙ্ক করেছিলেন আমির খান, যার ফলে সেট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন জুহি। আর তারপর থেকে কেউ কারো মুখ দেখেননি।