Skip to content

আবারও পর্দা কাঁপাতে হাজির হচ্ছেন ঐশ্বর্য রাই বচ্চন, এত বছর পর ফিরছেন দক্ষিণী ছবির হাত ধরে

  Aishwarya Rai Bachchan

  তাঁকে শেষবার দেখা গিয়েছিল ২০১৮ সালে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ (Ae Dil Hai Mushkil) ছবিতে। মুখ্য চরিত্র না করলেও, ক্যামিও চরিত্রেই নিজের অসাধারণ অভিনয় দক্ষতার ছাপ রেখেছিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। সূত্রের খবর আবারও, বড় পর্দা কাঁপাতে হাজির হচ্ছেন ঐশ্বর্য রাই বচ্চন। এবার ফিরছেন দক্ষিণি ছবির (south indian movies) হাত ধরে।

  দক্ষিণ ইন্ডাস্ট্রির (south indian movies) সঙ্গে বেশ পুরনো সম্পর্ক রয়েছে বলি অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে ‘রোবট, ‘2.0’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল ঐশ্বর্যকে। সেইসমস্ত ছবি বক্স অফিসে দারুণ ব্যবসাও করেছিল। তবে আবারও দক্ষিণী ছবির ব্যানারে দেখা যেতে চলেছে বলি অভিনেত্রীকে।

  Aishwarya Rai Bachchan

  জানা গিয়েছে, তামিলনাড়ুর বিখ্যাত পরিচালক মনিরত্নম (Mani Ratnam) কল্কি কৃষ্ণমূর্তির জনপ্রিয় উপন্যাস ‘পোন্নিয়িন সেলভান’-র ওপর ভিত্তি করে বানাচ্ছেন তাঁর পরবর্তী ছবি ‘পোন্নিয়িন সেলভান ১’ (Ponniyin Selvan 1)। এই ছবিতে তামিলনাড়ুর চোলা সময়কালের গল্প খুব সুন্দর কর তুলে ধরা হবে। পূর্বেও দুবার এই ছবি তৈরি করার চেষ্টা করে তৃতীয়বারের চেষ্টায় সফল হয়েছেন পরিচালক। এই ছবির জন্য ৫০০ কোটি টাকার বাজেট নিয়ে এগোচ্ছেন পরিচালক মনিরত্নম (Mani Ratnam)।

  Aishwarya Rai Bachchan

  ইতিমধ্যেই এই ছবিতে রাজকীয় বেশে ঐশ্বর্যের লুক প্রকাশিত হয়েছে। যা রীতিমত ঝড় তুলেছে স্যোশাল মিডিয়ায়। এই ছবিতে ঐশ্বর্যের সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দক্ষিণী তারকা বিক্রমকে। সেইসঙ্গে এই ছবিতে থাকছেন তামিল তারকা কার্তি, জয়েম রবিও, শোভিতা ধূলিপালা, তৃষা, ঐশ্বর্য লক্ষ্মী, জয়রাম এবং বিক্রম প্রভু। আগামী ৩০ শে সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি। ধারণা করা হচ্ছে, ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) কেরিয়ারের নতুন ইনিংসের জন্য মাইলস্টোন হতে চলেছে এই ছবি। সেই কারণে অভিষেক ঘরণীর এই ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।