Skip to content

5G নেটওয়ার্কের দৌড়ে Jio কে পিছনে ফেলে এগিয়ে গেল Airtel, মুনাফ বেড়েছে বিরাট অঙ্কে

    img 20220809 184056

    5G নেটওয়ার্কের (5g network) দৌড়ে বেশকিছুটা এগিয়ে গিয়েছে এয়ারটেল (Airtel)। এয়ারটেলের নেট লাভ বছরে 466 শতাংশ বেড়ে দাঁড়িয়েছে 1,607 কোটি টাকা। পাশাপাশি জানিয়ে রাখি, গত আর্থিক বছরের জুন ত্রৈমাসিকে 283.5 কোটি টাকা নিট মুনাফা করেছিল এয়ারটেল।

    চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ব্যবহারকারী প্রতি গড় আয়ও বেড়েছে অনেকখানি। গতবছর ছিল ১৪৬ টাকা। চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮৩ টাকা। রিপোর্ট বলছে,  EBITDA-এর আগে কোম্পানির একত্রিত আয় 25.9 শতাংশ বেড়ে দাঁড়িয়েছে 16,604 কোটি টাকা।

    img 20220809 184000

    পাশাপাশি এয়ারেটেলের (Airtel) বিভিন্ন গ্রাহক সংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছে। এয়ারটেল ডিজিটাল টিভির গ্রাহক সংখ্যা 17.4 মিলিয়নে পৌঁছেছে। এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকদের সংখ্যা বার্ষিক ভিত্তিতে বেড়েছে 65 শতাংশ। আবার এয়ারটেলের শেয়ার সোমবার 0.11 শতাংশ কমে 704.35 টাকায় বন্ধ হয়েছে

    জানিয়ে রাখি, 5G নেটওয়ার্কের দৌড়ে বেশকিছুটা এগিয়ে গেলেও, এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে রয়েছে এয়ারটেল। আগামী ১৫ ই আগস্টের মধ্যেই দেশে 5G নেটওয়ার্ক (5g network) পরিষেবা চালু করতে চলেছে মুকেশ আম্বানির JIO। তবে JIO যদি এই দৌড়ে প্রথম স্থানে থাকে, তাহলে Airtel রয়েছে দ্বিতীয় স্থানে।

    সম্প্রতি শেষ হওয়া 5G স্পেকট্রামের নিলামে Airtel-ও অংশ নিয়েছিল। নিলামে 900 MHz, 1800 MHz, 2100 MHz, 3300 MHz এবং 26 GHz ফ্রিকোয়েন্সিতে নিলামে 19867.8 MHz স্পেকট্রাম কিনেছিল Airtel। এবার গ্রাহক ধরে রাখার লড়াইয়ে জোর টক্কর হবে JIO এবং Airtel-র মধ্যে।

    img 20220809 184014

    সূত্রের খবর, এই 5G নেটওয়ার্ক পরিষেবা চালু করার জন্য এরিকসন, নোকিয়া এবং স্যামসাং-র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে Airtel। আর এই পরিষেবা এই চলতি মাসের শেষেই শুরু করার দিকে এগচ্ছে Airtel। অন্যদিকে JIO আগামী ১৫ ই আগস্ট 5G নেটওয়ার্ক (5g network) পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। যদি কোন কারণে, JIO আগামী ১৫ ই আগস্ট 5G নেটওয়ার্ক পরিষেবা চালু করতে ব্যর্থ হয়, তাহলে Airtel-ই প্রথম টেলিকম সংস্থা হবে, যারা এই 5G নেটওয়ার্ক পরিষেবা চালু করবে।