Skip to content

জয় করেছেন ক্যানসারকেও, দাদাগিরির মঞ্চে দাঁড়িয়ে জীবনের গল্প ভাগ করে নিয়ে অসাধারণ নৃত্য পরিবেশনও করলেন ঐন্দ্রিলা

    সম্প্রতি সমাপ্ত হতে চলেছে ভীষণই জনপ্রিয় টিভি রিয়্যালিটি শো জি বাংলার ‘দাদাগিরি’ (dadagiri)। আট থেকে আশি শনি রবি রাত ঠিক সাড়ে ৯ টা বাজলেই, সকলে মিলে বসে পড়েন টিভির সামনে। একাধারে বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) সঞ্চালনা, আর তারউপর দাদাগিরির গুগলি, এককথায় বর্তমান সময়ের অন্যতম সেরা রিয়্যালিটি শো হল ‘দাদাগিরি’ (dadagiri)।

    ‘দাদাগিরি সিজন ৯, হাত বাড়লেই বন্ধু হয়’, এই ট্যাগলাইন নিয়েই শুরু হয়েছিল এবারের দাদাগিরি (dadagiri)। নানান জায়গা থেকে ‘দাদাগিরি’ তে অংশ নিয়েছিলেন নানান মানুষ। শুধুমাত্র খেলায় অংশ নেওয়াই নয়, সেইসঙ্গে নিজের জীবনের কথাও শেয়ার করে নিয়েছেন বাংলার মহারাজের সঙ্গে।

    আগামী রবিবার শেষ হচ্ছে দাদাগিরির এই পর্ব। ইতিমধ্যে ফাইনালের ট্রেলারও প্রকাশিত হয়ে গিয়েছে। সেখানে দেখা গিয়েছে, একসঙ্গে গানের তালে পা মিলিয়েছে সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) এবং ডোনা গাঙ্গুলি। ফাইনালের দিন এই দৃশ্য মিস করতে চাইবেন না কোন বাঙালিই। সেইসঙ্গে এবারের সিজনে চ্যাম্পিয়ন হবে কোন জেলা, কেই বা ছিনিয়ে নেবে সেরার মুকুট- তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বিরাট দর্শককূল।

    দাদাগিরির ফাইনালের বসতে চলা চাঁদের হাটের পূর্বেই হয়ে গেল এক মনমাতানো পর্ব। যেখানে দাদাগিরির মঞ্চে এসেছিলেন ঐন্দ্রিলা শর্মা (aindrila sharma), যিনি একাধারে টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ হওয়ার পাশাপাশি জয় করেছেন ক্যানসারকেও।

    মাত্র ২৪ বছর বয়সেই মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন এই অভিনেত্রী। তবে একবার নয়, দুবার ক্যানসারে আক্রান্ত হয়ে আবারও জীবনের মূলস্রোতে ফিরে আসার গল্প ভাগ করে নিলেন সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) সঙ্গে। সেইসঙ্গে দেখালেন দুর্দান্ত পারফরম্যান্সও।

    ‘Asatoma sadgamaya’ গানে নৃত্য পরিবেশন করে সেখানে উপস্থিত সকলের মন জিতে নিয়েছিলেন ঐন্দ্রিলা শর্মা (aindrila sharma)। এখানেই শেষ নয়, দাদাকে রাজি করিয়ে তাঁর সঙ্গে গানের তালে নৃত্য পরিবেশন করতেও দেখা গিয়েছে ঐন্দ্রিলা শর্মাকে (aindrila sharma)। অভিনয়ের পাশাপাশি দক্ষ নৃত্য শিল্পী হওয়ায় প্যান্ট শার্ট ব্লেজার পড়েই দাদাগিরির মঞ্চে দুর্দান্ত পারফরম্যান্স করলেন ঐন্দ্রিলা।