খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে চন্দ্র প্রকাশ দ্বিবেদী পরিচালিত ‘পৃথ্বীরাজ’ (prithviraj)। এই ছবিতে নাম ভূমিকায় অর্থাৎ মূখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউড খিলাড়ি অক্ষয় কুমারকে (akshay kumar)। এছাড়াও দেখা যাবে সুন্দরী মানসি চিল্লার, সোনু সুদ এবং সঞ্জয় দত্তকে।
এই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই দর্শকমহলে এই ছবি দেখার উন্মাদনা বহুগুণ বেড়ে গিয়েছে। জানা গিয়েছে, আগামী ৩ রা জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘পৃথ্বীরাজ’ (prithviraj)। তবে এই ছবি নিয়ে দর্শকমহলে উন্মাদনা দেখা দিলেও, ট্রেলারটি দেখে ছবিটিকে সুপার ফ্লপ বলে সমালোচনা করলেন কামাল আর খান (krk)।
নিজেকে বড় সমালোচক বলে দাবি করেন কামাল আর খান (krk)। শুধু তাই নয়, বলিউডের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো নিয়ে স্যোশাল মিডিয়ায় নানারকম মন্তব্যও করেন তিনি। আসন্ন ছবি পৃথ্বীরাজ’। নিয়েও তিনি বিভিন্ন মন্তব্য করেন।
কেআরকে তাঁর একটি ভিডিওতে এই ছবি সম্পর্কে বলেন, ‘ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে গল্পটি দ্বাদশ শতাব্দীর। সেই সময় পৃথ্বীরাজের (prithviraj) বাবা মারা যাওয়ার পর দিল্লীর রাজা করা হয় পৃথ্বীরাজকে। এরপর মহম্মদ ঘোরির সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মাত্র ২৬ বছর বয়সে মারা যান রাজা পৃথ্বীরাজ’।
এখানেই শেষ নয়, কেআরকে (krk) আরও বলেন, যখন মাত্র ২৬ বছর বয়সেই পৃথ্বীরাজ (prithviraj) মারা যান, তাহলে এই চরিত্রের জন্য কে ৬০ বছর বয়সী অক্ষয় কুমারকে (akshay kumar) বেছে নেওয়া হল? আমার তো মনে হয় না সেই সময় মহম্মদ ঘোরিরও এত বয়স ছিল। আনুমানিক ৪০ বছর বয়স ছিল তখন মহম্মদ ঘোরির। তাহলে কেন ৬০ বছর বয়সী অক্ষয় কুমারকে মুখ্য চরিত্রের জন্য নির্বাচন করা হল?’
তিনি আরও বলেন, ‘কোন দিক থেকেই মানসি চিল্লারকে ছবির নায়িকা বলে বলে মনে হয়নি। এই ছবিতে তাঁকে রাজকুমারীর থেকে বেশি গরির বলে মনে হচ্ছিল’। এখানেই থেমে যাননি কেআরকে। এই ছবির বাকি চরিত্রদেরকে নিয়েও ট্রোল করতে ছাড়েননি তিনি।
ভিডিও তৈরি করেই থেমে থাকেননি কেআরকে। ট্যুইটেও তিনি লেখেন, ‘অনেকেই আমার ভিডিও কমেন্ট করে লিখেছেন, এই ছবিতে মহম্মদ ঘোরির চরিত্রে সঞ্জয় দত্তকে দেখা যায়নি। বরং সোনু সুদ এবং সঞ্জয় দত্ত তো পৃথ্বীরাজকে সাহায্য করেছে। সবথেকে বড় দুখের বিষয় এই ছবতে শক্তিশালী কোন ভিলেন নেই। আমার মনে হয় ২০২২ সালের সবথেকে বড় বিপর্যয় হতে চলেছে এই ছবি। অক্ষয় কুমারকে (akshay kumar) অভিনন্দন’।