Skip to content

টলিউডে’র পর কাঁপাতে আসছে বলিউড! নিজের মুখে একথা জানালেন সুপারস্টার “জিৎ”

  img 20221113 182814

  কলকাতা (Kolkata), টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে একের পর এক ব্লকবাস্টার হিট ছবি উপহার দিয়েছেন সিনেমা প্রেমীদের। বর্তমানে তার আলাদা কোন পরিচয়ের প্রয়োজন হয় না। যদিও বাংলা ইন্ডাস্ট্রি থেকে এর আগেও অনেকেই পাড়ি দিয়েছেন স্বপ্ন নগরি মুম্বাইতে। তবে এবার টলিউডে’র পর বলিউড কাঁপাতে আসছে বাংলা’র সুপারস্টার “জিৎ” (Jeet)।

  img 20221113 183000

  সম্প্রতি একটি সাক্ষাত্কারের সময়, অভিনেতা বলেছিলেন যে, ‘বাংলায় প্রতিভার অভাব নেই। বাংলা ইন্ডাস্ট্রির অনেক ফিল্মমেকার, শিল্পী এমনকি টেকনিশিয়ানরাও এই মুহূর্তে মুম্বাইয়ে দারুণ কাজ করছেন। সুতরাং, কলকাতা থেকেই প্যান-ইন্ডিয়ান দর্শকদের জন্য একটি হিন্দি ছবি বানানোর সম্ভাবনা রয়েছে’। অভিনেতা এও বলেছিলেন যে, কলকাতার দর্শকরা শীঘ্রই জিৎ’এর হোম প্রোডাকশন থেকে একটি হিন্দি ছবি দেখতে পাবে।

  টলিউড ইন্ডাস্ট্রিতে আসার আগে জিৎ তার ভাগ্য বদলাতে ১৯৯৫ সালে তিনি মুম্বই চলে যান এবং সেখানে গিয়ে অনেক জায়গায় অডিশন দিতে থাকেন। কিন্তু টানা ২ বছর চেষ্টা করার পর অবশেষে ১৯৯৭ সালে একটি হিন্দি মিউজিক অ্যালবামে সুযোগ পেয়েছিলেন। অ্যালবামের নাম ছিল ‘বেবাফা তেরা মাসুম চেহেরা’। এর পর অনেক চেষ্টা করেও সুপারস্টার হাওয়ার দৌড়ে ব্যর্থ হয়েছিলেন তিনি।

  img 20221113 183219

  তবে ২০০১ সালে জিৎ (Jeet) একটি তেলেগু সিনেমা ‘চান্দু’ তে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। খুবই কম বাজেটের এই ছবিটি ফ্লপ হয়, এবং বক্স-অফিসে (Box Office) মুখথুবড়ে পড়ে। এই সময় তিনি মানসিক ভাবে ভেঙে পড়লেও, হাল ছাড়েননি। একই বছর ২০০১ সালে জিৎ আবার নিজের শহর কলকাতা’য় ফিরে আসেন। তিনি এবার বাংলা সিনেমার জন্য অডিশন দিতে শুরু করেন। এবং পরিচালক হরনাথ চক্রবর্তী’র ছবি
  ‘সাথী’ দিয়ে রাজত্ব শুরু করেন টলিউডে।