Skip to content

ভুল ভুলাইয়া ২-র সাফল্যের পর পারিশ্রমিক বাড়িয়েছেন কার্তিক আরিয়ান! মুখ খুললেন অভিনেতা নিজেই

    বর্তমান সময়ে বলিউডের সফল অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। ‘কিলার স্মাইল’র পাশাপাশি অসাধারণ অভিনয় দক্ষতারও অধিকারী তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান (Kartik Aaryan) অভিনীত ছবি ‘ভুল ভুলাইয়া ২’ (Bhool Bhulaiyaa 2)। আর এই ছবি বক্স অফিসে দারুণ হিট করেছে।

    ভুল ভুলাইয়া ২’ (Bhool Bhulaiyaa 2) তে কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) অভিনয় মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। এই ছবির প্রথম পর্বের মতই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে কার্তিক আরিয়ান অভিনীত ছবি ‘ভুল ভুলাইয়া ২’ (Bhool Bhulaiyaa 2)। সেই কারণে ছবি মুক্তির ১০ দিনের মধ্যেই ১০০ কোটি টাকার ব্যবসা দিয়ে ফেলেছে এই ছবি।

    তবে ছবির সফলতার পাশাপাশি এই ছবির নায়ক কার্তিক আরিয়ানের বিষয়েও একটা গুঞ্জন উঠেছে। পূর্বে শোনা গিয়েছিল, এই ছবির জন্য ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন কার্তিক আরিয়ান। কিন্তু এখন শোনা যাচ্ছে, বক্স অফিসে এই ছবি দারুণ ব্যবসা করায়, ১৫ কোটি নয়, ৩৫ থেকে ৪০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন অভিনেতা কার্তিক আরিয়ান।

    স্যোশাল মিডিয়ায় এই খবর ভাইরাল হতেই এই বিষয়ে এবার মুখ খুললেন কার্তিক আরিয়ান। তিনি স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করে এই বিষয়টি অস্বীকার করেন। আর সেইসঙ্গে অভিনেতা ট্যুইটারে লেখেন, ‘প্রমোশন হয়েছে জীবনের, আর্থিক বৃদ্ধি নয়। ভিত্তিহীন’।

    জানিয়ে রাখি, এই ছবির বাকি তারকারাও বেশ মোতা অংকের পারিশ্রমিক নিয়েছেন এই ছবির জন্য। এই ছবিতে মঞ্জুলিকার চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। এই প্রথমবার কার্তিক এবং কিয়ারা জুটিকে দেখা গিয়েছে এই ছবিতে। এই ছবিতে অভিনয়ের জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন কিয়ারা।

    আবার, ২ কোটি টাকা পারিশ্রমিকের বিনিময়ে এই ছবিতে কণিকা শর্মার চরিত্রে অভিনয় করেছেন বলি অভিনেত্রী টাব্বু। ছবিতে গুরুত্বপূর্ণ ছরিত্রে অভিনয়ের জন্য ৭০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন সঞ্জয় মিশ্র। এই ছবিতে আবার কাজ করতে দেখা গিয়েছে টেলিভিশনের অন্যতম প্রতিভাবান অভিনেতা মিলিন্দ গুনাজিকেও। যিনি এই পারিশ্রমিক নিয়েছেন ৫ লক্ষ টাকা।