Skip to content

৩৫ শতাংশ নম্বর পেয়ে বোর্ডের পরীক্ষায় পাশ করতেই ছেলেকে নিয়ে উৎসবে মাতলেন বাবা এবং প্রতিবেশীরা

    img 20220625 122556

    সম্প্রতি প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এরপর থেকেই দেখা গিয়েছে জেলায় জেলায় কৃতি ছাত্রছাত্রীদের আনন্দ উচ্ছ্বাস। কৃতি ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন জায়গায় হয়েছে বিভিন্ন রকম অনুষ্ঠানও। এমনকি প্রথম দশের মধ্যে থাকা ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়েছিল সাংবাদিকরাও।

    একদিকে যখন কৃতি ছাত্রছাত্রীদের নিয়ে আনন্দ অনুষ্ঠান চলছে, তখন অন্যদিকে টেনেটুনে পাশ করা এক ছাত্রকে নিয়ে আনন্দে মাতল তাঁর বাবা সহ এলাকাবাসীরাও। সেই ছাত্রের নাম শুভম যাদব (Shubham Yadav)। এইবছর দশম শ্রেণীতে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় প্রায় ৩৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছেন তিনি।

    img 20220625 122608

    অন্যদিকে যখন শুভমের বন্ধুরা প্রায় ৯০ করে নম্বর পেয়েও তাঁদের মধ্যে বেশি উচ্ছ্বাস দেখা যাচ্ছে না, সেখানে শুভম যাদব (Shubham Yadav) সববিষয়ে মাত্র ৩৫ করে পেতেই তাঁকে নিয়ে শুরু হয়েছে আনন্দ উৎসব। নম্বর কম পাওয়ায় বকাঝকা করার বদলে, শুভমের বাবা এবং প্রতিবেশিরা তাঁকে কাঁধে করে নাচতে নাচতে বাড়ি নিয়ে এসেছে। পাগড়ি পরিয়ে দেওয়া হয় সংবর্ধনাও।

    কিছুটা অবাক লাগলেও, বাস্তবে ঠিক এই ঘটনাই ঘটেছে মহারাষ্ট্রের পুণের জনাই বাগে। মহারাষ্ট্রে দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফল পেকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই দেখা যায় ৯৬ শতাংশের বেশি পরীক্ষার্থী পাশ করেছে এবারের পরীক্ষায়। আর সেখানে প্রায় সবথেকে কম নম্বর পাওয়া শুভমকে নিয়ে এইভাবে আনন্দ উৎসবে মাতলেন তাঁর পরিবার সহ প্রতিবেশীরাও।

    এবিষয়ে শুভমের বাবা সাংবাদিকদের জানান, ‘ছেলে নম্বর কম পেয়েছে, তাতে কি হয়েছে। এতেই আমি বিরাট খুশি। করোনার কারণে গত দুবছর সংসার চালাতে কাজে ঢুকেও আমার ছেলে যে এই নম্বর পেয়ে পাশ করেছে, আমি তাতে অনেক খুশি। এর থেকে বেশি আর কি হতে পারে!’ অন্যদিকে শুভম যাদব (Shubham Yadav) জানান, ‘কম নম্বর পেলেও, দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষায় পাশ করতে পেরে ভীষণ আনন্দ হচ্ছে’। এইভাবে আনন্দের মধ্য দিয়েই নিজের প্রথম বোর্ডের পরীক্ষায় পাশের আনন্দ পালন করলেন শুভম।