Skip to content

২৭ বছর পর আবারো একসাথে দেখা মিলবে শাহরুখ সালমান জুটির, আদিত্য চোপড়ার ছবিতে একসঙ্গে করবেন কাজ

    img 20220704 234222

    সম্প্রতিকালে বলিউডকে টেক্কা দিচ্ছে দক্ষিণ ভারতীয় সিনেমা। একাধিকবার দক্ষিণ ভারতীয় সিনেমাগুলো তোলপাড় করছে বক্স অফিস। এবার দক্ষিণ ভারতীয় সিনেমাকে টক্কর দিয়ে বলিউডের নতুন জুটি আসছে বড় ঝড় তুলতে ও পর্দা কাঁপাতে। বহুদিন পর আবারও এই তারকাদের একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। তাদেরকে একসঙ্গে শেষ দেখা গিয়েছিল ‘কারণ অর্জুন’ সিনেমাতে।

    img 20220704 234435

    করণ অর্জুনের পরে, উভয় অভিনেতাকে কোনও পূর্ণাঙ্গ চলচ্চিত্রে সমান ভূমিকা পালন করতে দেখা যায়নি। তবে এখন ‘আদিত্য চোপড়া:র ছবিতে প্রধান নায়কের ভূমিকায় দেখা যাবে দুই খানকে। বহু ভক্তের কাছে এটা স্বপ্ন ছিল সালমান ও শাহরুখ খানকে একসঙ্গে একই চলচ্চিত্রে দেখার। সূত্রের খবর অনুযায়ী, এই ছবিটি তৈরি হবে হৃতিক রোশনের- যুদ্ধ, শাহরুখ খানের- পাঠান এবং সালমান খানের- টাইগার 3 এর ধারণার সমন্বয়ে।

    পূর্ণাঙ্গ সিনেমায় কাজ করতে যাচ্ছেন শাহরুখ খান ও সালমান খান। ঠিক যেমনটা হয়েছিল করণ-অর্জুনে। ২৭ বছর পর কোনো ছবিতে নায়কের ভূমিকায় দেখা যাবে শাহরুখ ও সালমান খানকে। জানা যাচ্ছে, ২০২৩ সালের শেষ দিকে বা ২০২৪ সালের প্রথম দিকে এই ছবির শুটিং শুরু হবে। যদিও আদিত্য চোপড়া এখনই ছবির চিত্রনাট্য এবং সংলাপের কাজ শুরু করেছেন। কারণ এই ছবিতে কাজ করতে চলেছেন হিন্দি সিনেমার সবচেয়ে বড় দুই সুপারস্টার।

    img 20220704 234330

    জানা যাচ্ছে, এই ছবিতে শাহরুখ পাঠান থাকবেন এবং সালমান টাইগার, দুজনেই গুপ্তচর হিসেবে থাকবেন। ছবির নাম, বাজেট, কাস্টিং এখনও ঠিক করা হয়নি। তবে আসন্ন ছবি নিয়ে বেশ উত্তেজিত নির্মাতা থেকে দর্শক মহল। ছবিটি তৈরী হতে চলেছে যশ রাজ ফিল্মস-এর ব্যানারে। এবং ছবিটিকে একটি বড় আকার দিতে চলেছে নির্মাতারা। এখন দেখার বিষয় ২৭ বছর পর এই জুটি কতটা ঝড় তুলতে পারে।