Skip to content

১ টাকারও কম দামে আদানির এই শেয়ারটিতে মাত্র ১ লাখ বিনিয়োগে বিনিয়োগকারীরা পেয়েছেন ৩৭ কোটি টাকা

  img 20220615 172956

  আদানি গোষ্ঠীর একটি কোম্পানির শেয়ার অনেক বেশি করে রিটার্ন দিয়েছে। আদানি গ্রুপের এই কোম্পানি হল আদানি এন্টারপ্রাইজ। গত কয়েক বছরে এই কোম্পানি ৩০০০০০ শতাংশের বেশি ফেরত দিয়েছে। আর এই সম্যের মধ্যে ৫৯ পয়সা থেকে বেড়ে ২২০০ টাকা হয়েছে আদানি এন্টারপ্রাইজের শেয়ার।

  গত ৫ বছরে বিনিয়োগকারীদের ২৫০০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে কোম্পানির শেয়ার। ৫২ সপ্তাহে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের লেভেল ছিল ১২০১.১০ টাকা।

  img 20220615 172926

  আদানি এন্টারপ্রাইজের শেয়ার ২৫ শে এপ্রিল ২০০৩ সালে বোম্বে স্টক এক্সচেঞ্জে ০.৫৯ টাকায় দাঁড়িয়েছে। ১০  জুন ২০২২ সালে এই কোম্পানির শেয়ার BSE-তে ২২০২.০৫ টাকার লেভেলে দাঁড়িয়েছে। আর এই সময়ের মধ্যে দেখা গিয়েছে, কোম্পানির শেয়ারগুলো ৩০০০০০ শতাংশের বেশি ফেরত দিয়েছে।

  একজন ব্যক্তি যদি ২৫ শে এপ্রিল ২০০৩ সালে কোম্পানির শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে সেটি দাঁড়িয়েছে ৩৭.২৮ কোটি টাকায়। ৫ বছরে প্রায় ২৮.০০ শতাংশের বেশি ফেরত দিয়েছে কোম্পানি। ২০১৭ সালের ১০ ই জুন বম্বে স্টক এক্সচেঞ্জে আদানি এন্টারপ্রাইজের শেয়ার ছিল ৭৫.২৭ তাকায়। আর এই শেয়ার ২০২২ সালের ১০ ই জুন দাঁড়ায় ২২০২.০৫ টাকায়।

  অর্থাৎ, একজন ব্যক্তি যদি ৫ বছর আগে ১ লক্ষ টাকা এই কোম্পানিতে বিনিয়োগ করেন তাহলে বর্তমানে তিনি ২৯.২৫ লক্ষ টাকা ফেরত পাবেন। ৫২ সপ্তাহে সর্বোচ্চ ২৪২০ টাকা হয়েছে আদানি এন্টারপ্রাইজের শেয়ার। যা গত এক বছরে ফেরত দিয়েছে ৩৭ শতাংশেরও অনেক বেশি।