ভারতের প্রভাবশালী ও ধনী ব্যবসায়ীদের মধ্যে রয়েছে রতন টাটা, মুকেশ অম্বানী সহ অনেক শীর্ষস্থানীয় এবং বিখ্যাত ব্যাবসায়ীদের নাম। তারা সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় বলে জানা যায়। ব্যবসা সংক্রান্ত বিষয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের কিছু পোস্ট শেয়ার করে থাকেন তারা। সম্প্রতি তাদের তরুণ বয়সের কিছু ছবি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক তাদের যৌবনের কিছু ছবি।
গৌতম আদানি
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন আদানি গ্রুপের চেয়ারম্যান “গৌতম আদানি” (Gautam Adani)। অক্টোবর ২০২২ পর্যন্ত $ ১৫০ বিলিয়ন সম্পদের অধিকারী তিনি। বিমানবন্দর, বিদ্যুৎ উৎপাদন থেকে বিতরণ পর্যন্ত বিভিন্ন ব্যবসা পরিচালনার দায়িত্বে রয়েছেন আদানি গ্রুপ। গৌতম আদানির ৬০ তম জন্মদিনে তার স্ত্রী প্রীতি, একটি ছবি পোস্ট করেছিলেন। ছবিটি ৩৬ বছর আগের যখন গৌতম তরুণ ছিলেন।
আনন্দ মাহিন্দ্রা
স্যোশাল মিডিয়া সাইটে প্রায়শই সক্রিয় থাকতে দেখা যায় মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান এবং বিজনেস টাইকুন “আনন্দ মাহিন্দ্রা”কে (Anand Mahindra)। মাঝে মধ্যেই নিজের অনুরাগীদের মধ্যে বেশকিছু মজাদার পোস্ট শেয়ার করেন তিনি। রিপোর্ট বলছে টুইটারে ৯.৮ মিলিয়ন ফলোয়ার রয়েছে আনন্দ মাহিন্দ্রার। কিছুদিন আগেই নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে তার একটি ছবি শেয়ার করেছিলেন, যখন তাঁর বয়স ছিল মাত্র ১৭ বছর।
কুমার মঙ্গলম বিড়লা
ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক পরিবারের একজন হলেন “কুমার মঙ্গলম বিড়লা” (Kumar Mangalam Birla)। ভারতের বৃহত্তম বৈশ্বিক সমষ্টিগুলির মধ্যে একটি আদিত্য বিড়লা গ্রুপে’র চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি। ১৯৯৫ সালে যখন তিনি আদিত্য বিড়লা গ্রুপকে অধিগ্রহণ করেন, তখন কোম্পানির টার্নওভার $ ২ বিলিয়ন।
মুকেশ আম্বানী
বিশ্বের অন্যতম একজন বিখ্যাত শিল্পপতি হলেন “মুকেশ আম্বানী” (Mukesh Ambani)। ধন সম্পদের দিক থেকে প্রথম সারিতেই রয়েছেন তিনি। শুধু তিনিই নন, তাঁর স্ত্রী নীতা আম্বানীকেও প্রায়শই সংবাদ শিরোনামে থাকতে দেখা যায়। বর্তমান সময়ে মুকেশ আম্বানীর এক পুরনো ছবি ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে বাবা ধীরুভাই আম্বানী এবং ভাই অনিল আম্বানীর সঙ্গে দেখা গিয়েছে তাকে।