Skip to content

‘পাড়ার ঠাকুমা এর থেকে সুন্দর দেখতে’, নেটিজনের কটাক্ষের যোগ্য জবাব দিলেন শ্রুতি দাস

    img 20220624 120149

    পথচলা শুরু করেছিলেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ত্রিনয়নী’র হাত ধরে। এমনকি তারপর তাঁকে আরও সিরিয়ালে দেখা গিয়েছিল। কিন্তু আজও কটাক্ষের শিকার হন অভিনেত্রী শ্রুতি দাস (shruti das)। গায়ের রং-র জন্য স্যোশাল মিডিয়ায় আজও হেয় হতে হয় এই অভিনেত্রীকে।

    শুধুমাত্র ‘ত্রিনয়নী’ নয়, সেইসঙ্গে স্টার জলসায় জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’তেও দুর্দান্ত অভিনয় করেছিলেন শ্রুতি দাস। নিজের অভিনয় দিয়ে সকলের মন জিতে নিয়েছেন এই অভিনেত্রী। কিন্তু তারপরও শ্যামলা বর্ণের কারণে, তাঁকে নানা সময় নানাভাবে অপদস্ত হতে হচ্ছে। তবে খারাপ উক্তি শুনে কিন্তু চুপ করে বসে থাকার পাত্রী নন শ্রুতি, তিনিও দিচ্ছেন যোগ্য জবাব।

    img 20220624 120048

    তবে বেশকিছু দিন ধরে টেলিভিশন জগত থেকে কিছুটা দূরে রয়েছে শ্রুতি দাস (shruti das)। বর্তমান সময়ে তাঁকে সিরিয়ালে আর দেখা যাচ্ছে না। এবিষয়ে শ্রুতি জানান, অভিনয় না করলেও, অভিনয় শেখাচ্ছেন তিনি। অন্যদিকে এই ফাঁকা সময়টা পরিবারের সঙ্গে বেশ ভালো ভাবেই কাটাচ্ছেন শ্রুতি। তবে এরই মধ্যে তাঁর দিকে ছুটে আসা কটাক্ষের যোগ্য জবাবও দিলেন তিনি।

    গায়ের রং কালো হওয়ায় বেশকিছু দিন আগে জনৈক এক স্যোশাল মিডিয়া ব্যবহারকারী নেটদুনিয়ায় শ্রুতিকে উদ্দেশ্য করে কমেন্ট করেন, ‘ওর থেকে আমার পাড়ার চম্পা ঠাকুমাকে অনেক ভালো দেখতে’। এমন মন্তব্য পেয়ে চুপ করে বসে থাকেননি শ্রুতি। তিনিও স্যোশাল মিডিয়াতেই, সেই ব্যক্তির কথার পৃষ্ঠেই তাঁকে রিপ্লাই দেন।

    img 20220624 120032

    শ্রুতি দাস লেখেন, ‘দেখতে ভালো বলেই আপনার চম্পা ঠাকুমাকে কেউ চেনে না। আর আপনার বন্ধু আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়। ঠাকুর যেন আপনাকে কোন সন্তান না দেন…’

    কটাক্ষের শিকার হয়ে চুপ করে বসে না থেকে যোগ্য জবাব দিয়েছেন অভিনেত্রী শ্রুতি দাস (shruti das)।