সেলিব্রিটি মানেই ভক্তদের হ্রদয়ে বাস করেন তাঁরা। অনেক সময় অনেক সেলিব্রিটির খারাপ আচরণের জন্য তাঁদের নিয়ে সমালোচনার ঝড় ওঠে স্যোশাল মিডিয়ায়। আবার অনেক সময় অনেক তারকাদের নিয়ে কোনসময়ই কোন ট্রোল হতে দেখা যায় না। এতদিন ধরে এই তালিকায় ছিলেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। কিন্তু এবার সেই টলিউড কুইনই হলেন ট্রোল্ড।
তারকারা অনেক সময় নানা ধরনের অনুষ্ঠানে অংশ নিয়ে থাকেন। সেভাবেই পূর্বচড়া গ্রামীণ মেলা ও বসন্ত উৎসবে উপস্থিত হয়েছিলেন কোয়েল মল্লিক। আর সেখানে পারফরমেন্স করতে গিয়ে হলেন ট্রোলের স্বীকার। দর্শকদের অনুরোধে গান গাইলেন অভিনেত্রী, যা শুনতে লাগল খুবই বেসুরো।
অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মন রাখতে তাঁরই সিনেমা ‘১০০ % লাভ’র টাইটেল ট্র্যাক অর্থাৎ ‘১০০ % লাভ’ গানটি মঞ্চে উঠে গাইতে শুরু করেন কোয়েল মল্লিক (Koel Mallick)। ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা মিউজিকের তালে তালে গাইতে গিয়ে কখন যে তাল হারিয়ে বেসুরো হয়ে গিয়েছে, তা তিনি নিজেও বুঝতে পারেননি। লাল এবং সোনালি রঙের ঝলমলে পোশাকে তাঁকে দেখতে সুন্দর লাগলেও, তাঁর গাওয়া গান একেবারেই পছন্দ হয়নি নেটিজনদের।
ASHIRBAD STUDIO OFFICIAL ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও শেয়ার হতেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। প্রায় ১ কোটির কাছাকাছি মানুষ এই ভিডিওটি দেখে নিয়েছেন। সেইসঙ্গে কেউ কেউ কমেন্টে লিখেছেন, ‘কয়েল গানটির ধর্ষ্ণ করে দিলেন’। আবার কেউ বললেন, ‘কয়েল হিসাবে গান ঠিকই আছে, কিন্তু গায়িকা হিসাবে একেবারেই নয়’।
জানিয়ে রাখি, ২০০৩ সালে অভিনেতা জিতের বিপরীতে ‘নাটের গুরু’ ছবির হাত ধরে টলিউডে পা রাখেন অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। প্রথম ছবিতে বেশ সাফল্য পাওয়ার পর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরপর দিয়েছেন একের পর এক হিট ছবি উপহার। সেইসঙ্গে বাংলা ছবির দর্শকও পেয়ে যায় এক নতুন মুখ।