Skip to content

নায়িকার চরিত্রে অভিনয়ের পাশাপাশি পেয়েছিলাম কুপ্রস্তাবও! টলিউড নিয়ে এবার বিস্ফোরক অপরাজিতা

    অনেকেরই ধারণা গ্ল্যামার জগতটা খুবই নোংরা। সেখানে অভিনয়ের পাশাপাশি অভিনেত্রীদের পেতে হয় কুপ্রস্তাবও। এবার এই বিষয় নিয়ে এবং সেইসঙ্গে নিজের জীবন নিয়ে অকপট হলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (aparajita adhya)।

    এক রিয়্যালিটি শোতে নিজের স্কুল জীবনের কথা বলার সঙ্গে সঙ্গে মুখ খুললেন নিজের অভিনয় কেরিয়ার নিয়েও। ছোট থেকেই ভারী শরীর এবং সেই সঙ্গে দুষ্টুমির জন্য নানান কথা শুনতে হয়েছে বলেও জানান অভিনেত্রী। স্কুল জীবনে বিভিন্ন দুষ্টুমির জন্য অপরাজিতা (aparajita adhya) এবং তাঁর বন্ধুদের সঙ্গে অন্যান্যদের মিশতে বারণ করে দেওয়া হত বলেও জানান অভিনেত্রী।

    সেইসঙ্গে পাশাপাশি জানান, অভিনয় জগতে আসার পর ভারী চেহারার জন্য ‘মায়ের রোল পাবি’ বলেও টিপ্পুনিও শুনতে হয়েছে তাঁকে। আবার বড় পর্দায় অভিনয়ের ক্ষেত্রে প্রযোজকদের ঘনিষ্ঠদের থেকে ‘এই চরিত্রে অভিনয়ের পূর্বে প্রযোজক তোমার সঙ্গে আলাদা দেখা করতে চেয়েছেন’ বলে কুপ্রস্তাবও শুনতে হয়েছে তাঁকে।

    অপরাজিতা জানান, এরপর তিনি ঠিক করে ছোট পর্দাতেই কাজ শুরু করবেন তিনি। ছোট পর্দা থেকে কোনদিন কোন খারাপ প্রস্তাব না আসায়, সেখান থেকেই নিজের অভিনয় জগতের কেরিয়ার শুরু করেন অপরাজিতা।

    পাশাপাশি দেখা যায় ছোট পর্দার সেইসকল পরিচালক, প্রযোজকরা যখন বড় পর্দায় কাজ করতেন, সেই সমস্ত ছবির হাত ধরেই সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রীকে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে গড়ে তুলে অভিনয় করেছেন ভিন্ন ভিন্ন অসাধারণ চরিত্রে।

    প্রাক্তন, বেলাশেষে অপরাজিতার (aparajita adhya) জীবনে কিছুটা মাইলস্টোনের মতই। তিনি জানান, প্রথমটায় ‘বেলাশেষে’ তে অভিনয়ই করতে চাননি অপরাজিতা। শেষে প্রযোজক অতনু রায়চৌধুরীর কথায় রাজী হন এবং বাকিটা ইতিহাস। এখানেই শেষ নয়, ‘বেলাশেষে’র পরবর্তী পর্ব আগামী ২০ মে মুক্তি পাচ্ছে ‘বেলাশুরু’ সেখানেও দেখা যাবে অপরাজিতাকে।

    অন্যদিকে ‘প্রাক্তন’এ প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা অপেক্ষা ‘মালিনী’ অর্থাৎ অপরাজিতার চরিত্র যেন বেশি ভালোবাসা পেয়েছে দর্শকদের থেকে। সবমিলিয়ে এই হাসিখুশি অভিনেত্রী আবার নিজের সেরা হাসির জন্যও কিছুটা বিখ্যাত রয়েছেন।

    Discover more from Entertainment News in Bengali, Latest Tollywood and Bollywood news in Bangla

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading