Skip to content

দক্ষিণী সিনেমাকে টেক্কা দিতে উঠে পড়ে লেগেছে বলিউড, আসতে চলেছে শাহরুখের ৭ টি সিনেমা

  ‘শাহরুখ খানে’র (Sarukh khan) শেষ ছবি ‘জিরো’ (Zero) ছবির নামের মতোই ছিল। এই ছবির পর কিং খান রুপালি পর্দায় দেখা না গেলেও এখন একের পর এক ছবিতে দেখা যাবে শাহরুখকে। ‘পাঠান’ এবং রাজু হিরানির ডানকি খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে। এর পাশাপাশি, শাহরুখকে আরও ৭ টি ছবিতে অভিনয় করতে দেখা যাবে। এটি তার খুব দুর্দান্ত প্রত্যাবর্তন হতে চলেছে।

  পাঠান (Pathan)

  শাহরুখ, জন এবং দীপিকা পাড়ুকোনের উচ্চ বাজেটের ছবি ‘পাঠান’ আগামী বছরের ২৩ শে জানুয়ারী ২০২৩-এ মুক্তি পেতে চলেছে। ছবিতে শাহরুখকে দেখা যাবে চলচ্চিত্রে প্রধান চরিত্রে এবং ভিলেনের ভূমিকায় থাকছেন ‘জন’।

  ডানকি (Dunky)

  শাহরুখ খান প্রথমবারের মতো মুন্না ভাই এমবিবিএস, পিকে, সঞ্জু, এবং 3 ইডিয়টসের মতো চলচ্চিত্রের পরিচালক রাজ কুমার হিরানির সাথে কাজ করছেন। ক্যারিয়ারে এখন পর্যন্ত বলিউডের বাদশা পরিচালক রাজু হিরানির সঙ্গে কোনো ছবিতে কাজ না করলেও এখন শুরু হতে চলেছে তার ছবি ডানকির শুটিং। যা নিয়ে দারুণ উচ্ছ্বসিত শাহরুখ।

  রকেস্ট্রি (Rocketry)

  পরিচালক হিসেবে ‘ম্যাডি’র প্রথম ছবি ‘রকেট্রি’ দ্য নাম্বি এফেক্ট-এ শাহরুখ খান, মাধবন এবং দক্ষিণ অভিনেতা সুরিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। রকেট্রি দ্য নাম্বি ইফেক্ট এই বছরের ১ জুলাই মুক্তি পাবে বলে জানা যাচ্ছে।

  লাল সিং চাড্ডা (Lal shing chadda)

  শাহরুখ খানকে আমির খানের আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডাতে’ও ক্যামি করতে দেখা যাবে। তিনি তার বন্ধু আমিরের জন্য অভিনয়ে রাজি হয়েছিলেন। লাল সিং চাড্ডা হলিউড ফিল্ম ফরেস্ট গাম্পের অনুলিপি।

  ব্রহ্মাস্ত্র (Bromastro)

  রণবীর কাপুর এবং আলিয়া ভাটের প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী, ফ্যান্টাসি ড্রামা ফিল্ম ব্রহ্মাস্ত্র ট্রিলজির প্রথম অংশ এই বছরের ১১ ই আগস্ট মুক্তি পাবে। প্রচণ্ড হাইপ তৈরি করা হয়েছে এই চলচ্চিত্র সম্পর্কে। বিশেষ বিষয় হল শাহরুখ খানকেও ব্রহ্মাস্ত্রে ক্যামিও করতে দেখা যাবে নাগার্জুন এবং অমিতাভ বচ্চনের মতো বড় অভিনেতাদের সঙ্গে।

  টাইগার ৩ (Taiger 3)

  সালমান খান এবং ক্যাটরিনা কাইফের ছবি টাইগার ৩ এর শুটিং চলছে। এই সিরিজের প্রথম ছবির নাম ছিল ‘এক থা টাইগার’ এবং দ্বিতীয় অংশের নাম ‘টাইগার জিন্দা হ্যায়’ এখন টাইগার 3 কী শিরোনাম পায় সেটা দেখার বিষয়। তবে এই ছবিতে শাহরুখ খানও থাকবেন বলে জানা যাচ্ছে।