বর্তমান সময়ের দর্শক দক্ষিণি ছবির দিকে একটু বেশি আগ্রহী হচ্ছে। দক্ষিণি ছবি থেকে শুরু করে দক্ষিণি তারকাদের স্টাইল, ছবির ডায়লগ সবকিছুই তাঁদের মনে ধরছে। সেই কারণে আসন্ন দক্ষিণি ছবি সম্পর্কেও জানতে আগ্রহী হচ্ছে তাঁরা।
দক্ষিণি তারকা প্রভাস (prabhas) নিজেদের অসাধারণ অভিনয় দক্ষতার জন্য সর্বদা সংবাদ শিরোনামে থাকেন। দক্ষিণ পের্যে বলিউডেও ছবি করতে দেখা গিয়েছে প্রভাসকে। বলি অভিনেত্রী দীপিকা পাডুকোনের সঙ্গে ছবির শুটিংর মাঝেই অন্য একটি ছবি নিয়ে প্রকাশ্যে এলেন অভিনেতা প্রভাস।
দক্ষিণি এই ছবির নাম ‘সালার’ (saalar)। এই ছবির শুটিং সেট থেকে অভিনেতার ছবি ভাইরাল হতেই স্যোশাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে। প্রভাসের ফ্যানদের মধ্যে বেড়েছে উত্তেজনা। এই ছবি কবে মুক্তি পেতে চলেছে, তা নিয়ে আগ্রহ দেখা দিয়েছে দর্শকদের মধ্যে।
জানা গিয়েছে, ‘সালার’ (saalar) ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে অভিনেতা প্রভাসকে (prabhas)। পরিচালক প্রশান্ত নীলের এই ছবিতে এক অন্য ভূমিকায় দেখা যাবে ‘বাহুবলি’কে। আরও জানা গিয়েছে, ছবিতে দুটি ভিন্ন সময়ের গল্প তুলে ধরা হবে, যা দর্শকদের মনে ধরবে বলেই মনে করা হচ্ছে।
এই দুর্দান্ত অ্যাকশন থ্রিলার ‘সালার’ (saalar) ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী শ্রুতি হাসানকে। সম্ভবত ২০২৩ সালে মুক্তি পেতে পারে এই ছবি। জানিয়ে রাখি, বর্তমান সময়ে ‘আদিপুরুষ’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন প্রভাস। এই ছবিতে প্রভাসের (prabhas) সঙ্গে দেখা যাবে বলি অভিনেতা অভিনেতা সাইফ আলী খানকেও।