বলিউডের কৌতুক শিল্পী থেকে শুরু করে চলচ্চিত্র প্রযোজক এবং প্রখ্যাত রাজনীতিবিদ হলেন অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal)। নিজের অভিনয় কেরিয়ারে প্রায় ২৪০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তাঁকে কমেডিয়ানের চরিত্রেই দর্শকরা পছন্দ করেছেন। অভিনয়ের কারণে বিভিন্ন রকম পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন পরেশ রাওয়াল।
অভিনেতার সম্পর্কে যত বলা হয়, ততই যেন কম বলা হয়। তবে তাঁর সহধর্মীনীও কিন্তু কোন অংশে কম নয়। ১৯৭৯ সালে ‘মিস ইন্ডিয়া’ খেতাব জয়ী হয়েছিলেন তাঁর স্ত্রী স্বরূপ সম্পাত (Swaroop Sampat)। ১৯৫৮ সালের ৩ রা নভেম্বর গুজরাটে জন্মগ্রহণ করলেও মুম্বাইয়ের এলফিন কলেজ থেকে পড়াশুনা শেষ করে ইংল্যান্ডে গিয়ে ইউনিভার্সিটি অফ ওরচেস্টার থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন স্বরূপ সম্পাত। এখানেই শেষ নয়, প্রতিবন্ধী শিশুদের দক্ষতা বাড়ানোর জন্য তিনি ডক্টরেট থিসিসও করেছেন।
কলেজে পড়ার সময় অভিনেতা পরেশ রাওয়ালের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। ১৯৭৫ সাল থেকে তাঁদের সম্পর্ক দীর্ঘ ১২ বছর পর ১৯৮৭ সালে বিয়েতে পরিণতি পায়। মুম্বাইয়ের লক্ষ্মীনারায়ণ মন্দির কমপ্লেক্সে ১৯৮৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। তাঁদের দুই পুত্র সন্তানও রয়েছে। পরেশ রাওয়াল (Paresh Rawal) এবং স্বরূপ সম্পাতের (Swaroop Sampat) বড় ছেলে অনিরুদ্ধ সালমান খানের ‘সুলতান’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করার পাশাপাশি নাসিরুদ্দিন শাহের সঙ্গেও অনেক নাটকে অভিনয় করেছেন। অন্যদিকে ছোট ছেলে আদিত্য রওয়াল লন্ডনের লন্ডন ইন্টারন্যাশনাল স্কুল অফ পারফর্মিং আর্টস থেকে পড়াশুনা শেষ করে বর্তমানে একজন চিত্রনাট্য লেখক হিসাবে পরিচিতি পেয়েছেন। আবার গুজরাটি নাটক- ‘কিশান কানহাইয়া’ এবং হিন্দি চলচ্চিত্র’ফেরারি কি সাওয়ারি’ তেও অভিনয় করেছেন।
জানিয়ে রাখি, জনপ্রিয় টিভি কমেডি শো ‘ইয়ে জো হ্যায় জিন্দেগির’ মধ্য দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন পরেশ রাওয়ালের (Paresh Rawal) স্ত্রী স্বরূপ সম্পাত (Swaroop Sampat)। এই শো হিট করার পর কমল হাসান-রীনা রায় অভিনীত ‘কারিশমা’ চলচ্চিত্রের পাশাপাশি ‘নরম গরম’, ‘হিম্মতওয়ালা’, ‘কারিশমা’ এবং ‘সাথিয়া’ চলচ্চিত্রেও তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে।