Skip to content

৬ টির মধ্যে সুপার হিট ৫ টি ছবিই, কেরিয়ারের গোল্ডেন সময় কাটাচ্ছেন অভিনেতা কার্তিক আরিয়ান

    বর্তমান প্রজন্মের তারকাদের মধ্যে কার্তিক আরিয়ান (Kartik Aaryan) নিজের ক্যারিয়ারের সেরা পর্যায়ে রয়েছেন। সম্প্রতি সুপার ডুপার হিট হয়েছে তাঁর অভিনীত ছবি ‘ভুল ভুলাইয়া 2’ (Bhool Bhulaiyaa 2)। এই ছবির প্রথম পর্বে মুখ্য চরিত্রে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারকে অভিনয় করতে দেখা গেলেও, দ্বিতীয় পর্বে দেখা গিয়েছে কার্তিক আরিয়ানকে (Kartik Aaryan)।

    রিপোর্ট বলছে, এই ছবি ইতিমধ্যেই ১৭৫ কোটি টাকার ব্যবসা দিয়ে দিয়েছে। আশা করা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই ২০০ কোটির ব্যবসা দিয়ে দিতে সক্ষম হবে এই ছবি। এই ছবি মুক্তি পর দ্বিতীয় সোমবার সারা ভারতে ছবিটি ৫ কোটি টাকার ব্যবসা দিয়েছে। সেইসঙ্গে আভ্যন্তরীণ অঞ্চলে এটি ১২৮ কোটির ব্যবসা দিয়েছে।

    দেখা গিয়েছে, কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) কেরিয়ারে শেষ ৬ টি ছবির মধ্যে ৫ টি ছবিই হিট করেছে। মঙ্গলবার বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ ট্যুইটে লিখেছেন, ‘কেরিয়ারের সেরা সময় চলছে কার্তিক আরিয়ানের। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিচ্ছেন তিনি। সোনু কে টিটু কি সুইটি, লুকা চুপি, পাতি পাটনি অর ওহ, ধামাকা, ভুল ভুলাইয়া 2 (Bhool Bhulaiyaa 2)। তাঁর এই উজ্জ্বল কেরিয়ারের পরবর্তী ছবির জন্য অপেক্ষা করছি’।

    লাভ আজ কাল 2 বাদ দিলে কার্তিক আরিয়ানের বাকি সিনেমাগুলো সুপার হিট হয়েছে বক্স অফিসে। জানিয়ে রাখি, আলিয়া ভাটের গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি (১২৯ কোটি), দ্য কাশ্মীর ফাইলস (২৫২ কোটি)-র পর ভুল ভুলাইয়া 2 (Bhool Bhulaiyaa 2) এই বছরের তৃতীয় হিন্দি ছবি যা ১০০ কোটির বাজেট ছড়াল।

    জানিয়ে রাখি, এই ছবির জন্য ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। ২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন কিয়ারা। রাজপাল যাদব ১ কোটি ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন। সেইসঙ্গে আরও জানা গিয়েছে, ২ কোটি টাকা পারিশ্রমিকের বিনিময়ে এই ছবিতে কণিকা শর্মার চরিত্রে অভিনয় করেছেন বলি অভিনেত্রী টাব্বু।