Skip to content

একসময় মুম্বাইয়ের রাস্তায় রাস্তায় বিক্রি করতেন পেন, আজকের দিনে ৩৫০ কোটির মালিক জনি লিভার

    img 20220616 190109

    হিন্দি বিনোদন জগতের বিখ্যাত একজন কমেডিয়ান হলেন জনি লিভার (Johnny Lever)। মুম্বাই ইন্ডাস্ট্রিতে তাঁর মত বড় মাপের অভিনেতা অনেক কমই দেখা যায়। অন্ধ্রপ্রদেশের এক হিসাই পরিবারে জন্মগ্রহণ করা এই অভিনেতা ৮০-৯০ এর দশকে খ‍্যাতনামা একজন কমেডিয়ান ছিলেন। বতর্মান সময়ে তাঁর মত অভিনেতা খুঁজে পাওয়া দুস্কর।

    ১৯৫৭ সালে জন্মগ্রহণকারী এই অভিনেতা নিজের বাবা মাকে খুব ভালোবাসেন। সেই কারণেই তিনি আজও গোটা পরিবারের মধ‍্যমণি হয়ে রয়েছেন। একসময় বাবার হাত ধরেই মুম্বাই মায়ানগরীতে পা দিয়েছিলেন জনি লিভার। সেই সময় কোন সিনেমার প্রয়োজনে না এলেও হিন্দুস্তান লিভার কোম্পানিতে কাজের সুযোগ পেয়েছিলেন জনি লিভার (Johnny Lever)।

    img 20220616 190122

    এই স্থানে কাজের মাঝে তিনি বিভিন্ন মানুষের নকল করতেন। আর তা খুবই পছন্দ করতেন বাকি কর্মচারীরা। এখানেই থেমে যাননি জনি লিভার। এইভাবে ধীরে ধীরে স্টেজ পারফরম্যান্স শুরু করেন তিনি। তাঁর কাজের ধরণ দেখে তাঁকে সিনেমায় অভিনয় করার কথাও বলেন অনেকে। সাহস করে বুক বাঁধা স্বপ্ন নিয়ে সিনেমায় অভিনয় করলেন জনি লিভার। তাঁর অভিনয় মন ছুঁয়ে গেল প্রতিটি দর্শকের। সকলের মুখ থেকেই প্রশংসা পেলেন এই অভিনেতা। পাশাপাশি হিন্দুস্তান লিভারে কাজ করার সুবাদে তাঁর নাম বদলে হয়ে গেল জনি লিভার।

    পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশুনার পর একটা সময় কাজের অভাবে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কলম বিক্রি করতেন তিনি। সেইসঙ্গে নামী দামী শিল্পীদের নকল করে কিছু পয়সা উপার্জন করতেন। এইসময় মানুষ তাঁর কমেডি বেশি পছন্দ করায় দৈনিক ৫ টাকা করে উপার্জন করতেন তিনি। সেইসময় ৫ টাকা অনেক ছিল তাঁদের পরিবারের কাছে।

    img 20220616 190257

    জানিয়ে রাখি, একসময় জনি লিভারের একটি শো চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন সুনীল দত্ত। আর সেখানে জনি লিভারের অনুষ্ঠান দেখে তাঁকে ভীষণই খুশি হন তিনি। এমনকি তাঁকে একটি ছবির অফারও দিয়ে দেন। এইভাবে চলচ্চিত্র জগতে প্রথম ছবি ‘দর্দ কা রিশতা’তে অভিনয় করে অনেক ভালোবাসা পান জনি লিভার।

    বলিউডে প্রায় ৩৫০ টি সিনেমায় অভিনয় করে ফেলেছেন এই অভিনেতা। সেইসঙ্গে প্রায় ১৪ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। আজকের দিনে সকলের ভালোবাসার পাত্রে পরিণত হয়েছেন জনি লিভার (Johnny Lever)।